AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কঠোর নজরদারিতে রয়েছে বিদ্রোহী প্রার্থীরা


Ekushey Sangbad

০২:৪৮ পিএম, মার্চ ২৭, ২০১৫
কঠোর নজরদারিতে রয়েছে বিদ্রোহী প্রার্থীরা

একুশে সংবাদ : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে রাজনৈতিক দলগুলো বিদ্রোহী প্রার্থীদের কঠোর নজরদারিতে রেখেছে। দলীয় মনোনয়নের বাইরে যারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন তারা আছেন এ নজরদারিতে। আগে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় প্রার্থীরা পরাজিত হন। তাই নতুন করে লজ্জায় পড়তে চাচ্ছেন না ক্ষমতাসীনরা। জাতীয় পার্টি ও বিএনপি জয়ের আশায় বিদ্রোহী প্রার্থীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আগামী ২৮ এপ্রিল নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। তার আগেই সম্ভাব্য প্রার্থীরা রাজধানী ঢাকা ও চট্টগ্রামে প্রচারাভিযানে নেমে পড়েছে। রাজধানী ঢাকার নির্বাচন বেশি আলোচিত হচ্ছে। ২০০৯ সালে ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করে সরকার। এবারই প্রথম বিভক্ত ঢাকা সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। তাই সবার দৃষ্টি এখন এ নির্বাচনের দিকে। রাজধানী ঢাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন বিদ্রোহী প্রার্থীর প্রচারণা নজর কেড়েছে নগরবাসীর। তিন প্রাথী হচ্ছেন, আওয়ামী লীগের হাজী মোহাম্মদ সেলিম, জাতীয় পার্টির ববি হাজ্জাজ ও বিএনপির নাসির উদ্দিন পিন্টু। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ দূত ববি হাজ্জাজ মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে দল থেকে বহিষ্কার করেছেন এরশাদ। জনপ্রিয়তায় হাজী সেলিমের চেয়ে সাঈদ খোকন কিছুটা পিছিয়ে থাকলেও তিনি (সাঈদ খোকন) দলীয় মনোনয়ন পেয়ে যান। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজী সেলিম ও সাঈদ খোকনকে গণভবনে ডেকেছিলেন। তিনি হাজী সেলিমকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি দলীয় প্রধানের নির্দেশ মানবেন কিনা তা এখনো খোলাসা করে কিছুই বলেননি। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ এবারের সিটি করপোরেশন নির্বাচনকে ক্ষমতায় টিকে থাকার টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। যে কারণে কোন বিদ্রোহী প্রার্থীকেই মাঠে দেখতে চায় না। এ ব্যাপারে কোন ছাড়ও দেবে না বিদ্রোহী প্রার্থীদের। দল থেকে বহিষ্কার করার প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের। উত্তরে বিএনপি আবদুল আউয়াল মিন্টুকে মনোনয়ন দিলেও হেলেনা জাহাঙ্গীর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ী এই নারী বিএনপির সমর্থক হলেও দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। আগামী ২৬ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্ততি রয়েছে তার। দক্ষিণে আবদুস সালামের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হতে পারেন নাসির উদ্দিন পিন্টু। বিএনপি এখনো বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাচ্ছেন না। তবে নির্বাচনে গেলে বিদ্রোহী প্রার্থীদের মাঠ থেকে তুলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা প্রধান দলগুলো তাদের ক্ষমতা, জনসমর্থন ধরে রাখতে এবার বিন্দুমাত্র ছাড় দেবে না বিদ্রোহীদের। যে কারণে অনেক বিদ্রোহীকে দলীয় কঠোর মনোভাবের কারণে আড়ালে চলে যেতে হচ্ছে। একুশে সংবাদ ডটকম/আর/২৭-০৩-০১৫:
Link copied!