AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে বাংলাদেশিদের বিক্ষোভ


Ekushey Sangbad

০৪:১০ পিএম, মার্চ ২৭, ২০১৫
মালদ্বীপে বাংলাদেশিদের বিক্ষোভ

একুশে সংবাদ : গত চার দিনে ছয় বাংলাদেশি খুন হওয়ার পর এ নিয়ে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বাদ জুমা বাংলাদেশি শ্রমিকরা রাস্তায় নামার ঘোষণা দিয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আইন অমাণ্য করে রাস্তায় নামার বিরুদ্ধে পরোক্ষভাবে চাকরিচ্যুত করার হুমকি দেয়া হয়েছে।বলা হয়েছে, কোনো বাংলাদেশি ওই বিক্ষোভে অংশ নিলে তার বিরুদ্ধে পরবর্তী কোনো নোটিশ ছাড়াই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় থাইল্যান্ডজুড়ে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে ক্ষোভের সঙ্গে চাকরি যাওয়ার আতঙ্কও বিরাজ করছে।তবে পুলিশও ধারাবাহিক এই হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন।পুলিশ বলছে, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটছে। দেশটির সেন্ট্রাল অপারেশন কমান্ডের প্রধান ও প্রধান পরিদর্শক ইসমাইল নাভিন জানান, এসব হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। পুলিশ এ নিয়ে তদন্ত করছে। তদন্তের কাজে সহায়তার জন্য তিনি সাধারণের সহযোগিতা কামনা করেন। যারা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যাকারীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। শাহীন মিয়া (২৫) ও বিলাল (২৪) নামের দুই বাংলাদেশি চলতি সপ্তাহে দেশটির রাজধানী মালেতে দুটি পৃথক ঘটনায় নিহত হন। গত ২২ মার্চ সকালে মালে ক্যাফেতে শাহীনকে ছুরি মেরে হত্যা করা হয়। আর ২৫ মার্চ রাতে বিলালকে আলিফ আতোল থড্ডু দ্বীপে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া মঙ্গলবার রাতে দুই বাংলাদেশির ওপর হামলা হয়। এতে একজন আহত হয়েছে বলে জানা গেছে। চার দিনে ছয় জন বাংলাদেশিকে একই কায়দায় খুন করা হয়েছে। এই হত্যাযজ্ঞ ও হামলার বিরুদ্ধে আজ শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেয় প্রবাসী বাংলাদেশিরা। একুশে সংবাদ ডটকম/আর/২৭-০৩-০১৫:
Link copied!