AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যবসার জন্য নয় জীবনের প্রয়োজনে কাজ করে যাচ্ছে বেস্টওয়ে গ্রুপ: শৈবাল ঘোষ


Ekushey Sangbad

১২:২৭ পিএম, এপ্রিল ১০, ২০১৫
ব্যবসার জন্য নয় জীবনের প্রয়োজনে কাজ করে যাচ্ছে বেস্টওয়ে গ্রুপ: শৈবাল ঘোষ

একুশে সংবাদ : বাংলাদেশ সরকারের মূল টার্গেট হলো দেশের সকল মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করা। ঠিক একই টার্গেট বা মিশন/ ভিশন নিয়ে কাজ করছে বেস্টওয়ে গ্রুপ। বেস্টওয়ে গ্রুপ প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যবসার জন্য নয় বরং মানুষের জীবনের প্রয়োজনে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম ও দায়িত্ববোধ থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বেস্টওয়ে গ্রুপের প্রতিটি কর্মকর্তা- কর্মচারী। তাই জীবনের প্রয়োজনে বেস্টওয়ে গ্রুপ এই শ্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে আগামীর পথে, সম্ভাবনার দিকে...। শৈবাল ঘোষ বলেন, বেস্টওয়ে গ্রুপ অন্যান্য কোম্পানি গুলো থেকে বরাবরই আলাদা ও ব্যতিক্রমী। কারণ বেস্টওয়ে গ্রুপ শুধু ব্যবসায়ী চিন্তা নিয়ে কাজ করছে না। বরং দেশের সার্বিক উন্নয়ন ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এর কয়েকটি কাজে বেশ প্রশংসিতও হয়েছে। ব্যবসার জন্য নয় জীবনের প্রয়োজনে বেস্টওয়ে গ্রুপ: শৈবাল ঘোষ আবাসন খাত: বাংলাদেশের এই প্রথম কোন রিয়েল এস্টেট কোম্পানি স্বল্প মূল্যে ও দীর্ঘ কিস্তি ব্যবস্থায় গ্রাহকদের দিচ্ছে ঢাকার অদূরে কাঞ্চন ব্রিজ সংলগ্ন পূর্বাচল বেস্টওয়ে সিটিতে প্লট কেনার সুযোগ। যা আন্তর্জাতিক মানের পরিকল্পিত ও সবুজ নগরী হিসেবে গড়ে উঠবে। স্বাস্থ্য খাত: বেস্টওয়ে গ্রুপ স্বাস্থ্যখাতেও ব্যাপক কাজ করে যাচ্ছে। সারাদেশে ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং সহ ফ্রি স্বাস্থ্য সেবা দিচ্ছে বিভিন্ন সময়। এছাড়াও রাজধানীতে বেস্টওয়ে একটি হাসপালাত প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখছে বেষ্টওয়ে গ্রুপের অন্যতম ঔষধ কোম্পানি নোভেল্টা বেষ্টওয়ে। যার প্রতিটি ঔষধ আন্তর্জাতিক মান সর্ম্পন্ন। রাজধানীসহ সারাদেশে নোভেল্টা বেষ্টওয়ে প্রস্তুতকৃত ঔষধের ব্যাপক চাহিদা রয়েছে। শিক্ষা: বেস্টওয়ে গ্রুপ শিক্ষাকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দিয়ে থাকেন। কারন একটি শিক্ষিত সমাজ বা জাতি পারে দ্রুত সময়ে উন্নয়ন ঘটাতে। বেস্টওয়ে গ্রুপ আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে যা শীগ্রই বাস্তবায়ন করা হবে। সংস্কৃতি ও বিনোদন: মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন আনন্দ-বিনোদন। এর বিনোদন আনন্দের জন্য বেস্টওয়ে গ্রুপের অর্থায়নে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র। এছাড়াও রয়েছে ২৪ ঘণ্টার অনলাইন রেডিও। যার মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। বেস্টওয়ে গ্রুপের সিওও শৈবাল ঘোষ বলেন, মানুষের উচিৎ বেস্টওয়ে গ্রুপের কর্মকান্ড সম্পর্কে সঠিক ধারণা নেয়া। বেস্টওয়ে এর ভিশন ও মিশন সম্পর্কে সকলকে অবহিত করতে হবে। আর যখন মানুষ বেস্টওয়ে গ্রুপের সম্পর্কে সঠিক ধারণা পাবে তখন সকলে বেস্টওয়ে গ্রুপের পাশে এসে দাঁড়াবে। বেস্টওয়েকে এগিয়ে যাওয়ায় সহযোগিতা করবে। একুশে সংবাদ ডটকম/আর/১০-০৪-০১৫:
Link copied!