AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

'নগর পিতা নয়, সেবক হিসেবে কাজ করতে চাই'


Ekushey Sangbad

০২:৫১ পিএম, এপ্রিল ১২, ২০১৫
'নগর পিতা নয়, সেবক হিসেবে কাজ করতে চাই'

একুশে সংবাদ : ঢাকা সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করবেন এমনটি আলোচনায় ছিল না কখনো। হঠাৎ করেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে সরকার দল সমর্থন দেবে তাকে। তাকে ডেকে নিয়ে কথাও বলেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতির কাছে সংকেত পেয়ে নির্বাচন আর ঢাকাকে সাজাতে পরিকল্পনা তৈরিতে নেমে গেছেন আনিসুল হক। ব্যবসায়ী হিসেবে তাকে ব্যর্থ বলা যায়নি কখনো। এবার নামছেন রাজনীতিতে। তার এই নতুন জীবন কেমন হবে জানতে মুখোমুখি হয়েছিলেন হাবিবুল্লাহ ফাহাদ। আপনি তো রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কিন্তু আওয়ামী লীগ থেকে মেয়র হিসেবে সমর্থন পেলেন। বিষয়টিকে কীভাবে দেখছেন? প্রধানমন্ত্রী সবসময় চমক দেন, আমাকে সমর্থন দেওয়াও একটি চমক। আমি সরাসরি রাজনীতিতে জড়িত নই, তবে মাঝেমধ্যে বেশকিছু রাজনৈতিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, এ দায়িত্ব আমাকে সেই উদ্যোগ, সেই প্রচেষ্টায় আরও সহায়তা করবে। ব্যবসায়ী হিসেবে বেশ প্র্রতিষ্ঠিত আপনি। এখন সম্ভাব্য মেয়র হতে যাচ্ছেন। এই পদে নিজেকে কতটুকু সফল দেখতে চান? উত্তর আপনার প্র্রশ্নের মধ্যেই আছে। কেউ তো নিজেকে ব্যর্থ হিসেবে দেখতে চান না। ঢাকাবাসী যদি আমার ওপর আস্থা রাখেন আমি চেষ্টা করব তাদের আস্থার যথাযথ মূল্যায়ন করতে। ঢাকাবাসীর জন্য নির্বাচনী প্রতিশ্রুতি কী হবে? নির্বাচনী প্রতিশ্রুতি প্রণয়ন নিয়ে কাজ করছি। দেশি-বিদেশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। ঢাকার মানুষের সেবার জন্য কী কী করতে পারি সে বিষয়েও গবেষণা চলছে। নির্বাচনের প্রস্তুতি কীভাবে চালিয়ে যাচ্ছেন? যতটুকু পারছি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। গণমাধ্যমকর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমার সহকর্মীরাও আমাকে বেশ সহযোগিতা করছেন। তবে তফসিল ঘোষণার পর পুরো নির্বাচনী আমেজটা শুরু হবে। নির্বাচিত হলে আপনার মূল কাজ কী হবে? নির্বাচিত হলে আমার ফোকাস হবে অনেক বেশি উন্নয়ন। আমি নগর পিতা নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। সবাই যদি একসঙ্গে কাজ করি, বন্ধুত্বের পরিসর গড়ে তুলি, আলোচনার মাধ্যমে কাজ করি তাহলে বোধহয় এ শহরকে কিছুটা বদলানো যাবে। বিএনপি এখনো ডিসিসি নির্বাচন নিয়ে স্পষ্ট করে কিছু বলছে না। বিএনপির কি নির্বাচনে আসা উচিত বলে মনে করেন? আমি চাই নির্বাচনে সবাই অংশ নেবে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থা তো একা গড়ে তোলা সম্ভব নয়। এখানে সবার অংশগ্রহণ জরুরি। সবাই অংশ নিলে ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও আপনার বেশ সুনাম রয়েছে। টিভি উপস্থাপক হিসেবে আপনার জনপ্রিয়তা আছে। আপনি কি মনে করেন নির্বাচনে এটা কোনো ইতিবাচক ভূমিকা রাখবে? দেখুন ওটা আমার আরেকটা জগৎ। তবে হ্যাঁ, মিডিয়ার মাধ্যমে খুব সহজেই মানুষের কাছে পৌঁছা যায়। মানুষ মনে রাখে। সে হিসেবে আমাকে অনেকে ভালোবাসতে পারেন। পছন্দ করতে পারেন। এটা আমার বাড়তি পাওয়া। ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে দিনদিন। আপনি কি মনে করেন? ঢাকা দিনদিন ঘনবসতিপূর্ণ হয়ে পড়ছে এটা সত্যি। কিন্তু তাই বলে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এটা বোধহয় ঠিক নয়। কিছু সমস্যা হয়ত রয়েছে। নগরীর মেয়র হলে তো এর কল্যাণেই কাজ করব। সবাইকে নিয়ে যতটুকু সম্ভব আমাদের এই শহরটাকে নান্দনিকতার ছোঁয়ায় গড়ে তুলব। ঢাকার জন্য বস্তি একটা বড় সমস্যা হিসেবে মনে করা হয়। বস্তি ব্যবস্থাপনায় আপনার পরিকল্পনা কী? উন্নত নগরায়নের জন্য বস্তি একটা সমস্যা হতে পারে। কিন্তু এখানে যারা থাকেন তাদের কথাও তো চিন্তা করতে হবে। তারা থাকবে কোথায়? আমরা যদি বস্তিবাসীর জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে তো তারা সমস্যা হতেন না। মেয়র নির্বাচিত হলে ব্যবসার পাশাপাশি দায়িত্ব পালন কতটুকু সহজ হবে? ব্যবসা তো আমার পেশা। মেয়র হলো জনগণের দায়িত্ব। দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে জনগণের স্বার্থটাকেই বড় করে দেখব। ঢাকাবাসীর উদ্দেশে আপনি কী বলবেন? সবার কাছে দোয়া ও ভোট চাই। মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। একুশে সংবাদ ডটকম/আর/১২-০৪-০১৫:
Link copied!