AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিশার আত্মহত্যার কারণ ?


Ekushey Sangbad

১০:২২ এএম, এপ্রিল ১৩, ২০১৫
দিশার আত্মহত্যার কারণ ?

একুশে সংবাদ : ছোটপর্দায় বাঙালির ড্রয়িংরুমে ছোটো পর্দায় আসতেন তিনি৷ সেই মেয়েটিই যে এমন করে আত্মহত্যার পথ বেছে নেবেন ভাবতে পারছেন না কেউ৷ কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের? বুঝতে পারছেন না তার শুভাকাঙ্খীরা কেউ। প্রাথমিক অনুমানে জানা যাচ্ছে, সমকামী সম্পর্কের চাপেই হয়তো এ পথ বেছে নিয়েছেন তিনি৷ দিশার আত্মহত্যার খবর শুনেই আত্মহননের চেষ্টা করেন তার ঘনিষ্ঠ বান্ধবী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়৷ সুচন্দ্রার সঙ্গেই বিভিন্ন জায়গায় দেখা যেত দিশাকে৷ সে ‘অ্যাটলেটিকো দ্য কলকাতা’র খেলা দেখা হোক, কিংবা রেস্তরাঁয় বসে চুটিয়ে খাওয়া দাওয়া-তারা ছিলেন হরিহর আত্মা৷ কিন্তু শুধুই কি বন্ধুত্ব? অনেকে মনে করছেন, বন্ধুতা পেরিয়েও আরো গভীর সম্পর্কের দিকে এগিয়েছিলেন দিশা-সুচন্দ্রা৷ তাদের আলাপ ‘মৌচাক’ নামে এক সিরিয়ালের সেটে৷ ক্রমে জমে ওঠে বন্ধুত্ব৷ সে বন্ধুত্ব গড়িয়ে যায় প্রায় অন্য সম্পর্কের খাতে৷ আর তাই বোধহয় কাল হল দু’জনের জীবনেই৷ অনুমান করা হচ্ছে, সুচন্দ্রার সঙ্গে দিশা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ কিন্তু বাধ সাধে দিশার পরিবার৷ পরিবারের চাপে কার্যত দিশাহীন দিশা সম্ভবত শেষমেশ বেছে নেন আত্মহত্যার রাস্তা৷ সেই খবর শুনে সুচন্দ্রাও একই পথ বেছে নেন৷ প্রতিবেশীদের সূত্রে জানা যাচ্ছে, দিশা ও সুচন্দ্রা একই ফ্ল্যাটে বসবাস করতেন৷ দিশার বাবা অবশ্য কলকাতায় থাকেন না৷ মা থাকেন বেহালাতেই৷ মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় মায়ের ফ্ল্যাট ছেড়ে দিশা উঠে গিয়েছিলেন পর্ণশ্রীতে নিজের ফ্ল্যাটে৷ সেখানেই আসতে থাকেন বরাহনগরের মেয়ে সুচন্দ্রা৷ তিনি নিজেও একজন অভিনেত্রীা৷ দিশার সঙ্গে সম্পর্কের জেরেই তিনি তার পর্ণশ্রীর ফ্ল্যাটে একসঙ্গে থাকা শুরু করেন৷ মেয়ের এই সম্পর্কের খবর পেয়ে আসেন দিশার বাবা৷ দিশা ও সুচন্দ্রাকে আলাদা করার জন্য ভিভান ঘোষ নামে এক অভিনেতার সঙ্গে তার বিয়েও ঠিক করে যান৷ বিয়ের সম্পর্কে দিশা খুশি ছিলেন না এমনটাই অনুমান৷ ঘটনার আগের দিন দিশার ফ্ল্যাটে আসেন ভিভান৷ তারপরেই দিশা বুঝে যান পারিবারিক চাপে তার ইচ্ছেকে দাম দেয়া আর কিছুতেই সম্ভব নয়৷ এক বাচ্চা মেয়ের খাওয়া পরা, পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন দিশা৷ ঘটনার দিন সে স্কুলে যাওয়া পর্যন্ত কোনো অস্বাভাবিকতা দেখতে পাননি৷ সামাজিক ও পারিবারিক চাপের মুখে পড়ে আর কোনো রাস্তা দেখতে পাননি দিশা৷ তাই এ পথে গিয়ে নিজেকে শেষ করে দিলেন৷ দিশার এই রহস্যমৃত্যুর খবর শুনে হতবাক অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়৷ ‘তুমি আসবে বলে’ সিরিয়ালে দিশার সঙ্গে কাজ করতেন তিনি৷ কলকাতা 24×7 মারফত এ খবর শুনে তিনি অবাক৷ তার চোখে কি দিশার কোনো অস্বাভাবিকতা ধরা পড়েছিল? ফাল্গুনী জানালেন, ‘স্টার জলসার একটা পার্টি হয়েছিল ক’দিন আগেই৷ সেখানে ওকে একটু চিন্তিত দেখাচ্ছিল৷ একটু কম কথা বলছিল খেয়াল করছিলাম৷ কিন্তু তার ফলে যে এরকম ঘটনা ঘটবে বুঝতে পারিনা৷’ দিশার মৃত্যুতে গোটা টেলি ইন্ডাস্ট্রিই প্রায় বাকরুদ্ধ৷ দিশার সঙ্গেই সুচন্দ্রার আত্মহত্যার চেষ্টা, দিশা ও ভিভানের বিয়ের সম্পর্ক ইত্যাদি বেশ কিছু বিষয় জট পাকিয়েছে তার মৃত্যুকে কেন্দ্র করে৷ তদন্তে নেমে পুলিশ দিশার কল লিস্ট ধরে সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে৷ কেউ কি দিশাতে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল, নাকি মানসিক অবসাদেই এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী, সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে৷ একুশে সংবাদ ডটকম/আর/১৩-০৪-০১৫:
Link copied!