AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদিতে বৈশাখী বরণ উৎসব


Ekushey Sangbad

১১:২১ এএম, এপ্রিল ১৮, ২০১৫
সৌদিতে বৈশাখী বরণ উৎসব

একুশে সংবাদ : সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে পয়লা বৈশাখ পালিত হয়েছে বৈশাখী বরণ উৎসব ১৪২২। কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈশাখী উৎসবে জেদ্দা ও মক্কায় বসবাসরত বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। মেলায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যম এবং কনস্যুলেট স্টাফদের পক্ষ থেকে একটি করে স্টল ছিল। হরেক রকম পিঠা-পুলি, কাঁচা আমের ভর্তা, খিচুড়িসহ স্বদেশি আমেজে ভরপুর ছিল স্টলগুলো। ছিল বৈশাখ বরণ ব্যানার, ফেস্টুন, পতাকা, ব্যান্ড ও জেদ্দাপ্রবাসী বাঙালি লেখকদের বই। কনসাল জেনারেল এ কে এম শহিদুল করীম, কাউন্সিলর মো. মোকাম্মেল হোসেন, কনসাল রেজা-ই-রাব্বি, কনসাল আজিজুর রহমানসহ কনস্যুলেট কর্মকর্তা ও স্থানীয় বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। বাহারি পিঠাসহ মুখরোচক খাবারের জন্য বাংলা স্কুলকে এবং সাজসজ্জার জন্য ইংলিশ স্কুলকে পুরস্কৃত করা হয়। তাজবিহা হুমায়ূন ও মারওয়া ওয়াউল্লাহের যৌথ পরিচালনায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন কনসাল জেনারেল। সংক্ষিপ্ত বক্তব্যে সীমাবদ্ধতার মাঝেও বৈশাখী সার্থক করার জন্য যাঁরা পরিশ্রম করেছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি। বৈশাখকে বরণ করতে বাংলা ও ইংরেজি স্কুলের শিক্ষার্থী ও জেদ্দার বাঙালি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শারতাজুল আলম, জাকির হোসেন, মাহফুজুর রহমান বিনোদনমূলক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৪-০১৫:
Link copied!