AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণঞ্চলে বাণিজ্যিক ভাবে সূর্যমুখি চাষে নতুন আলো


Ekushey Sangbad

১২:৫০ পিএম, এপ্রিল ১৮, ২০১৫
দক্ষিণঞ্চলে বাণিজ্যিক ভাবে সূর্যমুখি চাষে নতুন আলো

একুশে সংবাদ : বরগুনার বেতাগী উপজেলায় সূর্যমূখি চাষে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেছে। শুধু তাই নয়, মাঠের পর মাঠ জুড়ে সুর্যমূখি ফুলের শোভা এলাকায় মনোরম দৃশ্য ও সুন্দর পরিবেশ তৈরি করেছে। যা সকলকে মুগ্ধ করে। উপজেলা কৃষি বিভাগ,ব্র্যাকের কারিগরি সহায়তায় ও নিবিড় পর্যবেক্ষণে সূর্যমুখি চাষ শুরু হয়। জানাগেছে, এ উপজেলায় রবি মৌসুমে ৩৩ টি ব্লকে ৬০০ জন চাষী ৩৭৫ একর জমিতে সূর্যমুখি আবাদ শুরু করে। সুষ্ঠুভাবে জমি চাষ দিয়ে জীব থেকে বীজ ১৮ ইঞ্চি এবং লাইন থেকে লাইন ৩০ ইঞ্চি দুরত্বে বীজ বপন করে এবং সঠিক সময় সূর্যমুখি যত্ন, সার ও সেচ দিতে পারায় এবারে ভাল ফলন পাবেন বলে চাষীরা জানান। সূর্যমূখি চাষী কামরুল হাসান বশির একর প্রতি ৩৫ থেকে ৪০ মন সূর্যমূখির ফলন পাওয়ার আশা ব্যক্ত করেন। সূর্যমুখি চাষী আব্দুল আজিজ, হাবিবুর রহমান, ফরিদ হোসেন, ফিরোজ হাওলাদারেরও একই অভিব্যক্তি। উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার বলেন, এ এলাকায় সূর্যমূখি চাষে কৃষকরা ব্যাপক ঝুকে পরছে। এর তেল অন্যান্য ভোজ্য তেলের চেয়ে গুনগত মান অনেক ভাল। চাষীরা তাদের তেলের চাহিদা পূরনের পাশাপাশি তা বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারবে। একই সাথে সুর্যমূখি ক্ষেতের চারপাশে বিভিন্ন সবজি বুনে পরিবারের সবজির চাহিদা পূরণ করতেও সক্ষম হয়েছে। ব্র্যাকের উপজেলা কর্মকর্তা শিশির সমাদ্দার জানান, কৃষি ক্ষেত্রে এ ধরণের পরিবর্তন আনা যায় তা কোন দিন কৃষকরা কল্পনাও করতে পারেনি। ভবিষৎ ব্র্যাক পাশে না থাকলেও এ ধরণের চাষ করে নিজেদের স্বনির্ভরতা অর্জন ও কৃষি ক্ষেত্রে সমৃদ্ধি আনায়ন করা সম্ভব হবে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী বলেন, উপকূলীয় এ জনপদ সুর্যমুখি চাষ কৃষকদের দৃষ্টিভংগির পরিবর্তন করে দিয়েছে এবং এর ফুলের মনোরম দৃশ্য সত্যি মানুষের মন জুড়ায়। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৪-০১৫:
Link copied!