AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবরের মাটি চান যৌনকর্মীরা


Ekushey Sangbad

০২:৩৫ পিএম, এপ্রিল ১৮, ২০১৫
কবরের মাটি চান যৌনকর্মীরা

কুশে সংবাদ : বৈষম্য, বঞ্চনার যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৃত্যুর পর স্বজনকে মাটি দেওয়ার জন্য এক খণ্ড জমি চেয়ে রাজনৈতিক দলগুলোর দরজায় দরজায় ঘুরছেন ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান শহরের যৌনপল্লির কর্মীরা। ভারতের গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়, এই পল্লির কেউ মারা গেলে গলায় পাথর বেঁধে দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। কেউ কেউ সমাজকে আড়াল করে দুরে নিয়ে গিয়ে নদীর চরে পুঁতে দিয়ে আসেন। যৌনকর্মীদের সংগঠন দুর্বার-এর ধুলিয়ান শাখার দায়িত্বপ্রাপ্ত রেখা বিবি বলেন, সব মানুষই চান মৃত্যুর পর তার শেষ কাজটা অন্তত ভালোভাবে হবে। আমাদের এই পল্লিতে যৌনকর্মীদের অধিকাংশই মুসলিম। শহরে কবরস্থানে দফিনের জন্য আমাদের কারও দেহ নিতে দেওয়া হয় না। তিনি বলেন, এ বার সব দলকে বলেছি- যারা আমাদের কবরের জন্য জমির ব্যবস্থা করে দেবে, তাদেরই ভোট দেব আমরা। পল্লির মাসি বলে পরিচিত শিল্পী বিবি বলেন, জীবন শেষের পরিণতির কথা ভেবে শিউরে উঠি। এখন সবাই প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু ভোট মিটলে যারা ক্ষমতায় আসবে, তারা যদি কথা না রাখে? তবে এ বার আমরা পৌরভবন ঘেরাও করে কাজকর্ম অচল করে দেব ঠিক করেছি। বছরের পর বছর সমস্যাটি সমাধানে কোনো উদ্যোগই নেয়নি ধুলিয়ান পৌরসভা। শহরের ১৯ নম্বর ওয়ার্ডে যৌনপল্লির মানুষগুলোর যে কিছু বলার থাকতে পারে, তা রাজনৈতিক নেতাদের ভোটের সময় এলে মনে হয়। ভোট এলে তাদের গুরুত্ব বাড়ে। গত নির্বাচনে ধুলিয়ান পৌরসভা ছিল কংগ্রেসের হাতে। পরে তৃণমূলের দখলে যায়। এ প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস নেতা সফর আলি বলেন, আমি ওদের জন্য কবরস্থান গড়ার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পরে বোর্ড তৃণমূলের হাতে যায়। তৃণমূলের ধুলিয়ান ব্লক সভাপতি কওসর আলি এবং প্রাক্তন সিপিএম সাংসদ আবুল হাসানাত খান দু’জনে একই সুরে বলেন, ক্ষমতায় এলে যৌনকর্মীদের জন্য পৃথক কবরস্থান করে দেবেন তারা। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৪-০১৫:
Link copied!