AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এ আক্রমণ যৌনক্ষুধার নয়!


Ekushey Sangbad

০২:৪৯ পিএম, এপ্রিল ১৮, ২০১৫
এ আক্রমণ যৌনক্ষুধার নয়!

একুশে সংবাদ : শনিবার তসলিমা নাসরিন তার ফেসবুকে পহেলা বৈশাখে টিএসসিতে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে দেখলাম পয়লা বৈশাখে মেয়েদের ওপর পুরুষের আক্রমন নিয়ে প্রতিবাদের ঝড় বইছে। বেশ ভালো লক্ষণ, অন্তত মানুষ যে বুঝতে পারছে ছেলেদের আক্রমন করা যেমন ঠিক নয়, মেয়েদের আক্রমন করাটাও ঠিক নয়। তবে দেখলাম আক্রমনের কারণটা প্রায় সবাই লিখেছে পুরুষ নাকি তাদের যৌনক্ষুধা মেটাতে মেয়েদের ওপর হামলা করেছে। কেউ কেউ তো লিখেছে কার্তিক মাসে যেমন কুকুর উত্তেজিত হয়, বৈশাখ মাসে পুরুষ উত্তেজিত হয়। আমার কিন্তু মনে হয় না পুরুষের এই আক্রমনের সঙ্গে পুরুষের যৌনক্ষুধার সম্পর্ক আছে। আক্রমনটাকে যৌন আক্রমন বলা যায়, কিন্তু পুরুষের যৌনক্ষুধা নয়, এর সঙ্গে সম্পর্ক আছে পুরুষের পাওয়ার এর। পুরুষ তার পাওয়ার খাটায় নারীর ওপর, যে পাওয়ার পুরুষতান্ত্রিক ব্যবস্থা একচ্ছত্রভাবে পুরুষকে দিয়েছে, বলেছে পুরুষ সুপিরিয়র, পুরুষ ডিসিশন মেকার, পুরুষের অধীনে থাকবে নারী, নারী শুধু পুরুষের ভোগের জন্য, পুরুষকে সুখ শান্তি দেওয়ার জন্য, শুধু পুরুষের সন্তান জন্ম দেওয়ার জন্য এবং সন্তানের লালন পালন করার জন্য, নারী নিকৃষ্ট, পুরুষ উৎকৃষ্ট ইত্যাদি। পুরুষতন্ত্র দ্বারা মগজ ধোলাই হওয়া পুরুষরা যখন নারীকে আক্রমন করে, তখন নারীকে ভোগের জন্য নয়, ভোগের পাওয়ারটার জন্য করে, নারী কী করবে কোথায় যাবে কার সঙ্গে যাবে কতদূর যাবে কী পরবে কিভাবে চলবে– সেই সিদ্ধান্ত নেবার পাওয়ারটার জন্য করে. এই পাওয়ারটাই পুরুষ ঘরে বাইরে নারীর ওপর খাটায়। পুরুষতান্ত্রিক সমাজে নারী শুধু পুরুষের ব্যক্তিগত সম্পত্তি নয়, সামাজিক সম্পত্তিও। সমাজের মেয়েদের গতিবিধি লক্ষ্য রাখা, প্রয়োজনে শাসন করা পুরুষ মনে করে তাদের দায়িত্ব। তুমি প্রচলিত পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলবে না, পুরুষরা তাদের পুরুষতান্ত্রিক পাওয়ার নারীর ওপর উঠতে বসতে সদা সর্বদা খাটাচ্ছে, সে নিয়েও কিছু বলবে না, শুধু জনসমক্ষে একটু ‘বাড়াবাড়ি’ হয়ে গেলেই রুখে উঠবে এ কেমন! বিষবৃক্ষের গোড়ায় জল দেবে, কিন্তু বিষফল একটু বেশি তেতো হয়ে গেলে রাগ করবে. তা কেন ? বিষবৃক্ষ চাও, বিষফলটাও একটু কম তেতো করে নারীকে খাওয়াতে চাও, তাই না? তাতে ব্যবস্থাটাও রইলো, বিষ ফলের স্বাদ নিয়ে কেউ আপত্তি করলো না. আচ্ছা বিষবৃক্ষ উপড়ে ফেলে দিলে কেমন হয়, ওটা কি একবারও ভেবেছ? একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৪-০১৫:
Link copied!