AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাদে ঢেঁড়স চাষ করার পদ্ধতি


Ekushey Sangbad

০৮:০৪ পিএম, এপ্রিল ১৮, ২০১৫
ছাদে ঢেঁড়স চাষ করার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদকঃ  ঢেঁড়স শুষ্ক এবং আর্দ্র অবস্থায় ভাল জন্মে। বাংলাদেশের আবহাওয়ায় প্রায় সারা বছরই ঢেঁড়স চাষ করা সম্ভব। তবে খরিপ মৌসুমে এর ব্যাপক চাষাবাদ করা হয়। দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটি ঢেঁড়শ চাষের জন্য উপযোগী। যে কোন শাকসবজি উৎপাদনের জন্য জমিই উত্তম স্থান । কিন্তু আমরা যারা শহরে বাস করি তাদের তো ছাদ কিংবা বারান্দাই ভরসা । আর ছাদে বিভিন্ন শাকসবজী চাষ করে অনায়াসে পরিবারের চাহিদা মিটানো সম্ভব । সহজে ছাদে চাষ করা যায় তেমনি একটি সবজি হল এই ঢেড়ঁস । বাড়ির ছাদে ছোট ছোট মাটির টব, হাফ ড্রাম, কাঠের বাক্স, সয়াবিন তেলের ৫ লিটারের খালি কন্টেইনার এমনকি আটার পলিথিনের প্যাকেটেও ঢেঁড়সের চাষ করা যায় । চাষ পদ্ধতিঃ ভাল ফলনের জন্য টবের মাটি উত্তমভাবে প্রস্তুত করতে হবে । একটি ১০-১২ ইঞ্চি টবের জন্য সম পরিমান বেলে-দোঁআশ মাটি ও গোবরের সংগে ৫ গ্রাম টিএসপি ও ৫ গ্রাম পটাশ সার ভালভাবে মিশাতে হবে । ৮-১০ দিন পর মাটি পূনরায় ওলট পালট করে ঝুর ঝুরে করে টবে দিতে হবে । টবে মাটি দেয়ার পর আরও ৫-৬ দিন পর ঢেঁড়সের বীজ লাগানোর জন্য উপযুক্ত হবে । বীজ টবে লাগানোর ১৫-১৬ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে তারপর লাগাতে হবে । বীজ বপনের সময়ঃ যদিও সারা বছরই ঢেঁড়সের চাষ সম্ভব কিন্তু ফেব্রুয়ারী থেকে জুন মাস ভাল ফলনের জন্য উপযুক্ত সময় । অন্যান্য পরিচর্যা; বীজ লাগানোর পর গাছ একটু বড় হলে গাছ প্রতি অর্ধেক চা চামচ ইউরিয়া এবং অর্ধেক চা চামচ পটাশ সার গাছের গোড়া থেকে একটু দূরে মাটির সংগে মিশিয়ে দিতে হবে । সরিষার খৈল পচা পানি পাতলা করে গাছে ১০-১৫ দিন অন্তর অন্তর নিয়মিত দিতে হবে । টবে যেন আগাছা জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে । গাছের পূরানো হলুদ বর্ণের পাতা গুলো কেটে দিতে হবে ।
Link copied!