AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা ও শান্তি চুক্তির সব শর্ত অক্ষরে অক্ষরে পালন করা হবে: ওবায়দুল কাদের


Ekushey Sangbad

১০:১২ এএম, এপ্রিল ১৯, ২০১৫
পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা ও শান্তি চুক্তির সব শর্ত অক্ষরে অক্ষরে পালন করা হবে: ওবায়দুল কাদের

বান্দরবান প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বান্দরবান-থানছি হতে শুরু করে কক্সবাজার পর্যন্ত একটা সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মে মাসে যে কোন সময় এ সড়কটির উদ্বোধন করবেন। বান্দরবান- কেরানীহাট সড়কের দুর্ঘটনা প্রবণ বাঁক চিহ্নিত করে কিছু কিছু বাঁকের সমাধান করা হয়েছে। এখন আরও তিনটি বিপজ্জনক বাঁক চিহ্নিত করা হয়েছে, সারাদেশে এ ধরনের ১৪৪টি বিপজ্জনক বাঁক সমস্যা সমাধানের জন্য একনেক হতে প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়া ১৬৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। শনিবার বেলা ১১টার সময়ে বান্দরবান কেরানীহাট সড়কে হাঙ্গর খালের ওপর পূণঃনির্মিত ফুটব্রীজ পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আরও ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচর্য্য, জেলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ প্রমুখ। মন্ত্রী আরও জানান, আগামী মে মাসে তিনি নির্মণাধীন ফুটব্রীজ, বান্দরবানের চিম্বুক ও সুয়ালকে পৃথক দুটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উদ্বোধন করবেন । মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামে সড়ক যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন হয়েছে। আগামী দুই-তিন বছরে অত্রাঞ্চলে এ সংযোগ সড়ক আর্থ-সামাজিক ক্ষেত্রে এক বিশাল ভূমিকা রাখবে। পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যাসহ চুক্তির যেসব শর্তগুলো আছে, তা বর্তমান সরকারের আমলেই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আমরা অঙ্গীকারবদ্ধ। একে একে সব নিষ্পত্তি করা হবে এবং ভূমি সমস্যার সন্দেহাতীত অগ্রগতি শুরু হতে চলেছে। আমরা বিশ্বাস করি যে, এ ব্যাপারে ষ্পষ্ট একটা পরিবর্তন এ সরকারের আমলেই আমরা করে ফেলবো। কাজেই এটা নিয়ে আর কোন সংশয়, দ্বিধা থাকার অবকাশ নেই। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় স্বপ্ন রয়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারকে নিয়ে একটা পর্যটন ভিলেজ করার । এ লক্ষ্যে বিশাল পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে। পার্বত্যাঞ্চলে যে ফল এবং ফসল উৎপাদন হয় তার সম্প্রসারণ এবং সংরক্ষণ করার জন্য বিশেষ প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্ট্রগামে উন্নয়নের নতুন যে ধারা উন্মোচন হয়েছে এ ধারা অব্যাহত থাকবে। জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে পার্বত্য চট্ট্রগামকেও আমাদের বাঁচাতে হবে। একুশে সংবাদ ডটকম/আর/১৯-০৪-০১৫:
Link copied!