AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩০ ইথিওপীয় খ্রিস্টানকে হত্যা করেছে আইএস


Ekushey Sangbad

০১:২০ পিএম, এপ্রিল ২০, ২০১৫
৩০ ইথিওপীয় খ্রিস্টানকে হত্যা করেছে আইএস

একুশে ডেস্কঃ লিবিয়ায় ৩০ ইথিওপীয় খ্রিস্টানকে হত্যার দাবি করেছে ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী গোষ্ঠী ইসলামিক স্টেট। তাদেরকে গলা কেটে এবং গুলি করে হত্যা করা হয়েছে।   রোববার অনলাইনে প্রকাশিত এক নতুন ভিডিওতে ওই ৩০ খ্রিস্টানকে হত্যার এ দাবি করেছে জঙ্গি গোষ্ঠীটি। তবে তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। এর আগেও তারা লিবিয়ায় বেশ কয়েকজন কপটিক খ্রিস্টানকে হত্যা করেছিল।   ২৯ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ওই কৃষ্ণাঙ্গ খ্রিস্টানদের দুটি গ্রুপে ভাগ করে পৃথক দুটি স্থানে হত্যা করা হচ্ছে। এদের ১৫ জনকে সাগরতীরে দাঁড় করিয়ে শিরশ্ছেদ করে এবং বাকি ১৫ জনকে মাথায় গুলি করে হত্যা করছে আইএস সদস্যরা। ওই ভিডিওতে নিহত খ্রিস্টানদের ‘ক্রসেডার’ বলে সম্বোধন করেছে জঙ্গিরা। নিহতদের সম্পর্কে ভিডিওর সাবটাইটেলে লেখা ছিল,‘ শত্রুপক্ষীয় ইথিওপীয় গির্জারক্রসউপাসক’।   এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি লিবিয়ার সরকারি কর্মকর্তারা।   তবে আইএসের হাতে নিহত ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে ইথিওপিয়া। তারপরও জিহাদিদের ওই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ইথিওপীয় সরকার।   দেশটির সরকারি মুখপাত্র রেদওয়ান হুসেইন বলেছেন, লিবিয়ায় তাদের কোনো দূতাবাস নেই। তবে সেখানকার ইথিওপীয় প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করবে তার সরকার।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/২০.০৪.১৫।
Link copied!