AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্যারিস সেন্ট জার্মেইর সামনে দুর্দান্ত বার্সেলোনা


Ekushey Sangbad

১২:১৫ পিএম, এপ্রিল ২১, ২০১৫
প্যারিস সেন্ট জার্মেইর সামনে দুর্দান্ত বার্সেলোনা

একুশে স্পোর্টস ডেস্কঃ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনার মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে পিএসজির।   মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে। বার্সেলোনার ন্যু-ক্যাম্পে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে টেন অ্যাকশন ও টেন এইচডি।   প্রথম লেগে জাতান ইব্রাহিমোভিচ ও মার্কো ভেরাত্তি খেলতে না পারলেও দ্বিতীয় লেগে এই দুজনকেই পাচ্ছেন লরেন্ট ব্লাঁ। ফলে কাতালানদের বিপক্ষে সর্বশক্তির দল নিয়েই মাঠে নামতে পারবে ফরাসি চ্যাম্পিয়নরা।   এদিকে বার্সেলোনার জন্য সেমিফাইনালের পথ যতোটা সহজ পিএসজির জন্য ঠিক ততোটাই কঠিন। লুইস এনরিকের দল জিতলে বা ড্র করলে তো সেমিফাইনালে চলে যাবেই, তথাপি ১-০, ২-১ বা ২-০ গোলে হারলেও শেষ চারে চলে যাবে।   অন্যদিকে শেষ চারে যেতে হলে বার্সেলোনাকে কমপক্ষে ৩-০ বা ৪-১ গোলে হারাতে হবে পিএসজির, যা এককথায় দুঃসাধ্য। লরেন্ট ব্লাঁ’র দল ৩-১ ব্যবধানে জিতলেও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অতিরিক্ত সময়ে গড়াবে খেলা এবং সেখানে গোল করে ব্যবধান ৪-১ করতে হবে পিএসজিকে।   এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে বার্সেলোনার ইতিহাস ও পরিসংখ্যানও চোখ রাঙাচ্ছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে। ন্যু-ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ৩১ ম্যাচের মাত্র একটিতে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। ফলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইানাল থেকে ছিটকে পড়তে পারে পিএসজি।   এদিকে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোজ দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে আশা ছেড়ে না দিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবারের ম্যাচে থিয়াগো সিলভা ও থিয়াগো মোত্তার খেলা নিয়ে সন্দেহ থাকলেও মার্কুইনোজের বিশ্বাস, শনিবার লিগ ম্যাচে নিসের বিপক্ষে পাওয়া ৩-১ গোলের জয় দ্বিতীয় লেগে দলকে দারুণ আত্মবিশ্বাস জোগাবে।   ডিফেন্ডার মার্কুইনোজ বলেন, ‘মঙ্গলবারের ম্যাচের জন্য শনিবার নিসের বিপক্ষে পাওয়া জয়টি সেরা প্রস্তুতি বলে আমি মনে করি। প্রথমার্ধে আমরা সাধারণ মানের খেলা খেললেও দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা নিংড়ে দেই। বার্সার বিপক্ষে কঠিন ম্যাচে এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।’   লিগ ম্যাচে ১০ দিন আগে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর পিএসজিকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে আসা বার্সেলোনা শনিবার ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে রয়েছে দুর্দান্ত ফর্মে। ফলে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে ফরাসি জায়ান্টরা।   অন্যদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার হয়ে ৪০০তম গোল পূর্ণ করেন লিওনেল মেসি। দুর্দান্ত ফর্মে রয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তার সঙ্গে সুয়ারেজ-নেইমারও রয়েছেন দারুণ ফর্মে। আন্দ্রেস ইনিয়েস্তা ইনজুরি কাটিয়ে ম্যাচ খেলার জন্য ফিট। ফলে ঘরের মাঠে পিএসজির কঠিন পরীক্ষা নিবে লুইস এনরিকের দল।   চ্যাম্পিয়ন্স লিগে টানা ১২ ম্যাচ ধরে অপরাজিত বার্সেলোনা। এই ১২ ম্যাচের ১০টিতেই জিতেছে স্প্যানিশ জায়ান্টরা।   টিম নিউজ: বার্সেলোনা: লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছেন লুইস এনরিক। তবে দলের দক্ষিণ আমেরিকান তিন সেরা তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারজ ও নেইমারকে বিশ্রাম দেননি তিনি। নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে না পারা দানি আলভেজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেরা একাদশে ছিলেন। ফলে দ্বিতীয় লেগে তা্র খেলা নিশ্চিতই বলা যায়।   অন্যদিকে ইনজুরির কারণে শনিবারের ম্যা খেলতে না পারা ইনিয়েস্তা মঙ্গলবার প্রথম থেকেই মাঠে থাকবেন। আর মেসি-নেইমার-সুয়ারেজ তো থাকছেনই।   একুশেসংবাদ.কম/এইচকেএস/২১.০৪.১৫।
Link copied!