AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ত্রিপোলিতে স্পেনীয় দূতাবাসে হামলা


Ekushey Sangbad

০১:১৫ পিএম, এপ্রিল ২১, ২০১৫
ত্রিপোলিতে স্পেনীয় দূতাবাসে হামলা

একুশে ডেস্কঃ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সোমবার রাতে স্পেনীয় দূতাবাসের সামনে একটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি।   মাত্র গত সপ্তাহেই ত্রিপোলির মরক্কো এবং দক্ষিণ কোরীয় দূতাবাসে হামলা চালানো হয়েছিল। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, উত্তর আফ্রিকার দেশটিতে বিদেশী মিশনের ওপর এটি সর্বশেষ হামলা। সোমবারের ওই হামলা সম্পর্কে দূতাবাসের পাশে বসবাসরত ত্রিপোলির ওই বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, তিনি বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন।   স্পেনের ‘এল মন্ডে’ সংবাদপত্র জানিয়েছে, ওই হামলায় কেউ হতাহত হয়নি।হামলার সময় দূতাবাসে কেউ ছিল না বলেও জানিয়েছে পত্রিকাটি। গত কয়েক সপ্তাহ আগে ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর অন্যান্য পশ্চিমা এবং আরব দেশগুলোর মত স্পেনের কূটনীতিকদেরও সরিয়ে নেয়া হয়েছিল।   সামাজিক মাধ্যমে দূতাবাস ভবনের ধসে পড়া দেয়ালের ছবি প্রচারিত হতে দেখা গেছে। তবে ত্রিপোলির সরকারি কর্মকর্তারা এ হামলার ঘটনায় কাউকে দোষারোপ করেননি এবং কোনো মন্তব্যও করেনি।   তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট প্রায়ই লিবিয়ায় বিদেশি নাগরিকদের হত্যাসহ বিভিন্ন দূতাবাস এবং তেলক্ষেত্রগুলোতে হামলা চালিয়ে থাকে। তারা বিভিন্ন সময়ে পরিচালিত সেসব হত্যাকাণ্ড এবং হামলার দায়িত্বও স্বীকার করেছে ।   গত রোববার তারা অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ইথিওপিয়ার ৩০ খ্রিস্টানকে হত্যার দাবি করেছিল।   একুশেসংবাদ.কম/এইচকেএস/২১.০৪.১৫।
Link copied!