AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগের প্রস্তাব দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad

০১:৩১ পিএম, এপ্রিল ২১, ২০১৫
পদত্যাগের প্রস্তাব দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর

একুশে ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি উয়ান কু পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। তার বিরুদ্ধে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেয়ার অভিযোগ ওঠার পর তিনি এ প্রস্তাব দেন বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে।   তবে তার এই প্রস্তাবটি গ্রহণ করা হবে কীনা সে বিষয়ে এখনো কিছু বলেননি প্রেসিডেন্ট পার্ক গেউন হাই। দেশটির সরকারি বার্তা সংস্থা ইওনহাপ জানিয়েছে, প্রেসিডেন্ট পার্ক তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত ঘুষ কেলেঙ্কারী খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তবে তিনি লি উয়ানের প্রতি এখনো সদয় রয়েছেন বলে জানা গেছে।   সম্প্রতি প্রধানমন্ত্রী লিয়ের বিরুদ্ধে অবৈধ এক প্রচারণা তহবিল থেকে ২৭ হাজার ৭শ ডলার ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি ওই অভিযোগ নাকচ করে দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী কোনো রাজনৈতিক নেতা ১ লাখ ডলার মূল্যের বেশি উপহার বা দান গ্রহণ করতে পারেন না।   চলতি মাসের গোড়ার দিকে ব্যবসায়ী সুং ওয়ান জং মারা যাওয়ার পর এ কেলেঙ্কারী ছড়িয়ে পড়ে। দেশের রাজনৈতিক নেতাদের ঘুষ দেয়ার ঘটনায় পুলিশি জিজ্ঞাসাবাদের আগেই তার মৃত্যু হওয়ায় ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। মৃত্যুর পর তার পকেট থেকে একটি নামের তালিকা উদ্ধার করেছে পুলিশ।   ওই তালিকায় প্রধানমন্ত্রী লিয়ের নাম এবং তিনি কত টাকা ঘুষ নিয়েছিলেন সেটিও উল্লেখ ছিল। এ থেকেই ধরে নেয়া হচ্ছে, ওই ব্যবসায়ী যেসব নেতাকে ঘুষ দিয়েছিলেন তাদের মধ্যে লি রয়েছেন। এ ঘটনায় প্রেসিডেন্টের ইমপিচমেন্ট দাবি করেছে বিরোধী দল।   একুশেসংবাদ.কম/এইচকেএস/২১.০৪.১৫।
Link copied!