AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৬ মাসের মধ্যে সর্বনিম্নে ডিএসই সূচক


Ekushey Sangbad

০৪:৪৯ পিএম, এপ্রিল ২১, ২০১৫
১৬ মাসের মধ্যে সর্বনিম্নে ডিএসই সূচক

একুশেসংবাদ: দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স। সোমবারের তুলনায় ২৫.৫৭ পয়েন্ট মঙ্গলবার দিন শেষে ডিএসইএক্স ৪২৮২.৮৭ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এর ফলে ১৫ মাস ২০ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে ডিএসইর প্রধান সূচকটি। এর আগে ২০১৪ সালের ১ জানুয়ারি সর্বনিম্ন ৪২৮৬.১৫ পয়েন্টে ছিল সূচক।
চলতি বছরের শুরুতে ডিএসইর সাধারণ সূচকের অবস্থান ছিল প্রায় ৫ হাজার পয়েন্ট। কিন্তু রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট অস্থিরতার কারণে দেশের শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। এরফলে ডিএসই সূচক গত ১৩ এপ্রিল ৪২০০ পয়েন্টের ঘরে নেমে এসেছিল। সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের আভাস দেখা দেয়ায় বাজারে সূচক ও লেনদেনে গতি ফিরতে শুরু করে। এ সময়ে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। বড় ধরনের উল্লম্ফনে সূচক প্রায় ৪৪০০ পয়েন্টে উন্নীত হয়। কিন্তু মাত্র ৪ দিনের ব্যবধানে সূচক ফের ৪২০০ পয়েন্টের ঘরে নেমে এসেছে। শুধু তাই নয়, ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে সূচক। এদিকে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমছে বাজারে। দুই দিন আগেও ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল বাজারে। এখন তা নেমে এসেছে ৪০০ কোটি টাকায়। মঙ্গলবার দিনশেষে লেনদেন হয়েছে ৪৩২ কোটি ৮১ লাখ টাকা। সোমবারের তুলনায় লেনদেন কমেছে ২৭ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩০৯ টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ১৯৭ টির ও অপরিবর্তিত রয়েছে ২৯ টির দর। যথারীতি লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার।দুই সপ্তাহ আগে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর থেকেই এ কোম্পানিটি লেনদেনের শীর্ষস্থানে রয়েছে। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকার । লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকা। ১৬ কোটি ৮২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এসিআই। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- খুলনা পাওয়ার, মবিল যমুনা, ইফাদ অটোস, অগ্নি সিস্টেম, গ্রামীণফোন, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৩৩.৮০ পয়েন্ট কমে দিনশেষে ৮০৫৩.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির দর।
একুশেসংবাদ.কম/এইচকেএস/২১.০৪.১৫
Link copied!