AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে পাঠচক্র এর সপ্তাহব্যাপি বৈশাখী উৎসব সমাপনি


Ekushey Sangbad

০৫:১২ পিএম, এপ্রিল ২১, ২০১৫
ঠাকুরগাঁওয়ে পাঠচক্র এর সপ্তাহব্যাপি বৈশাখী উৎসব সমাপনি

আজম রেহমান,ঠাকুরগাঁওঃ বাংলা বর্ষবরন ১৪২২ উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পীরগঞ্জ পাঠচক্র আয়োজিত সপ্তাহব্যাপি বৈশাখী উৎসব সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। কর্মসূচীর শেষ দিন সন্ধা ৭ টায় শুরু হয় নির্ধারিত আলোচনা সভা। পাঠচক্রের সভাপতি মোশাররফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অসাম্প্রদায়িক চেতনালব্ধ পীরগঞ্জ পাঠচক্র ও বাঙ্গালী চেতনায় বৈশাখ নিয়ে আলোচনায় অংশ নেন প্রধান অতিথি সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি যথােক্রমে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইকরামুল হক, যুগ্ন সম্পাদক মোঃ গোলাম রব্বানী ও অনুষ্ঠানের সভাপতি মোঃ মোশাররফ আলী। কর্মসূচীর ১ম দিন বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর মোঃ ইয়াসিন আলী। পরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সকল শ্রেণীর শিক্ষার্থী ও বড়দের কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য প্রফেসর মোঃ ইয়াসিন আলী, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উদিচী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ও বীরহলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বিজলী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট আবু সায়েম, মোশাররফ আলী প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহ জামাল তপু, স্থানীয়দের মধ্যে নাইমুর আসিফ বণ সহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন। কর্মসূচীর ২য় দিনে দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগীতা, ৩য় দিন নজরুল সঙ্গীত প্রতিযোগীতা, ৪র্থ দিন রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগীতা, প্লে হতে ২য় শ্রেণীর প্রতিযোগীদের মধ্যে নৃত্য প্রতিযোগীতা, ৫ম দিন  প্লে থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে লোক সঙ্গীত প্রতিযোগীতা ৩য়-৪র্থ শ্রেণীর জন্য সাধারন নৃত্য প্রতিযোগীতা, ৬ষ্ঠ দিন ৫ম-৭ম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারন ও লোক নৃত্য প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সম্বর্ধনা প্রদান করা হয় মাদার তেরেসা সম্মাননা পদকে ভূষিত জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশি কে। প্রতিদিনই সন্ধা সাড়ে ৭ টায় পাঠচক্রের সভাপতি মোশাররফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় অসাম্প্রদায়িক চেতনালব্ধ পীরগঞ্জ পাঠচক্র ও বাঙ্গালী চেতনায় বৈশাখ ও সার্বজনীনতা বিষয়ে আলোচনায় অংশ নেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ৭ দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ইয়াসিন আলী, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক জেলা আ’লীগ সাধারন সম্পাদক সাদেক কুরাইশি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক, উপজেলা চেয়ার¤্রান জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চেীধুরীর প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ ওয়াহেদ আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, বিশিষ্ট আইনজীবি উত্তরকথা পত্রিকার সম্পাদক মোস্তাক আলম টুলু, পীরগঞ্জ উদীচী’র সভাপতি ফরিদা বিজলী, পীরগঞ্জ কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক এড. আবু সায়েম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আখতারুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাবেক মেয়র কশিরুল আলম, সরকারী কলেজের সহযোগী অধ্যাপক বদরুল হুদা প্লাবন, পৌর মেয়র পৌর বিএনপি সভাপতি রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পাঠচক্রের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সলেমান আলী, মুক্তিযোদ্ধা সংসদ পৌর কমান্ডের সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইব্রাহিম খান, পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তালেব, উপজেলা আ’লীগের সহ.সভাপতি শামিমুজ্জামান জুয়েল, যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ ইউনিয়ন আ’লীগ সভাপতি অরুন কুমার রায়। বক্তারা পাঠচক্র আয়োজিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ সহ পাশ্চাত্য সাংস্কৃতিক আগ্রাসন থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে পাঠচক্রের কার্যক্রমকে আরো বেগবান করার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিডিউল অনুযায়ী বিকেল ৫ টায় শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত প্রতিনের কর্মসূচী পরিচালিত হয়। অনুষ্ঠানে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নৃত্য শিক্ষা কেন্দ্র, নৃত্যের তালে তালে ও সমকাল সাংস্কৃতিক গোষ্ঠী সহ স্থানীয় শিল্পিরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, পাঠচক্রের সহ. সভাপতি সোনালী ব্যাংক অফিসার এসোসিয়েশন, ঠাকুরগাঁও এর সাধারন সম্পাদক মোঃ দবিরুল ইসলাম, পাঠচক্রের সাধারন সম্পাদক ব্যাংকার আতাউর রহমান মঞ্জুর, পাঠচক্রের সহ.সভাপতি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক, নির্বাহী সদস্য মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ পারুল বেগম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দক্ষিন বথপালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলেমান আলী, এক্তিয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০১২ সালের জাতীয়ভাবে শ্রেষ্ঠ শিক্ষক মোঃ মুসা সরকার ও মহিলা কলেজের প্রভাষক কামরুন হক আইভি । সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার ও সনদপত্র বিতরন করা হয়।
Link copied!