AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাক তালেবানরা


Ekushey Sangbad

০১:০০ পিএম, এপ্রিল ২২, ২০১৫
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাক তালেবানরা

একুশে ডেস্কঃ তেহরিক ই পাকিস্তান সংক্ষেপে টিটিপি জঙ্গিরা নিজেদের তৈরি ‘ওমর-১’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ চালিয়েছে বলে দাবি করেছে। এটি তাদের তৈরি ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা। তবে কোথায় এবং কখন এই পরীক্ষা চালান হয়েছে এ বিষয়ে স্পষ্ট করে কিছুই উল্লেখ করেনি জঙ্গিরা। মঙ্গলবার রাতে এ খবর জানিয়েছে ভারতের ‘ টাইমস অব ইন্ডিয়া’ পত্রিকাটি।   সোমবার ওই দাবির স্বপক্ষে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ভিডিও চিত্রও প্রকাশ করেছে টিটিপি। এতে দেখা যায়, উৎক্ষেপণের আগে এর বিভিন্ন অংশ জোড়া দেয়া হচ্ছে। ভিডিওতে টিটিপি মুখপাত্র মুহাম্মদ খোরাসানি দাবি করেন,‘পরিস্থিতি অনুযায়ী এর বিভিন্ন অংশ জোড়া লাগানো এবং খুলে ফেলা সম্ভব।’ এছাড়া শত্রুদের ওপর আঘাত হানতেও বিশেষভাবে তৈরি ‘ওমর-১’ বিস্ময়করভাবে সফল বলেও তিনি দাবি করেছেন। তার ভাষায়,‘আল্লাহর অশেষ কৃপায় শীঘ্রই তোমরা দেখতে পাবে, আমাদের শত্রুরা পালিয়ে যাচ্ছে।’   মুহাম্মদ খোরাসানি আরো দাবি করেছেন, তারা বিভিন্ন প্রাণঘাতী অস্ত্রের আধুনিক সংস্করণ তৈরির চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন,‘আমরা আমাদের যোদ্ধাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে আত্মঘাতী জামা, আত্মঘাতী গাড়ি, হাতবোমা ইত্যাদি তৈরির প্রশিক্ষণ দিচ্ছি।’   প্রসঙ্গত, দেশের জঙ্গি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক সরকার। গতবছর গোলযোগপূর্ণ উত্তর ওয়াজিরস্থান এবং খাইবার অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২ হাজার জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। ওই অভিযান এখনো অব্যাহত রয়েছে। পাক সরকারের ওই জঙ্গি বিরোধী অভিযানে এ পর্যন্ত ১৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলেও জানা গেছে।   একুশেসংবাদ.কম/এইচকেএস/২২.০৪.১৫।
Link copied!