AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হংকং-এ ‘চিনপন্থী’ নতুন নির্বাচনী নকশা প্রণীত


Ekushey Sangbad

০২:২১ পিএম, এপ্রিল ২২, ২০১৫
হংকং-এ ‘চিনপন্থী’ নতুন নির্বাচনী নকশা প্রণীত

একুশে ডেস্কঃ হংকং-প্রশাসন ২০১৭ সালের নির্বাচনী নকশা প্রণয়ন করেছে। সেখানে গণতন্ত্রপন্থীদের দাবিগুলোর প্রতিফলন ঘটেনি। চিনের পূর্বনির্ধারিত নিয়মই বলবৎ থেকেছে।   হংকংএ কার্যকর ও পূর্ণাঙ্গ গণতন্ত্রের আন্দোলনকর্মীরা এ নির্বাচনী নকশাকে প্রত্যাখ্যান করেছে। চিনপন্থীদের ‘ফুঁকে দেয়া’ নিয়ম ও তাদের নির্বাচিত প্রার্থীর উপস্থিতি পূর্বের দুর্দশারই পুনরাবৃত্তি ঘটবে বলে জানিয়েছেন তারা।   গত বছরের আগস্ট মাসে ২০১৭-র নির্বাচনি সংক্রান্ত কার্যপরিধি ঘোষিত হওয়ার পরপরই আন্দোলনে ফেটে পড়েছিল হংকং। সর্বশেষ প্রণীত নকশার সঙ্গে তার তেমন কোনো পার্থক্য নেই বলে জানা যায়। হংকং-প্রশাসনের দ্বিতীয় ক্ষমতাধর প্রশাসনিক নীতিনির্ধারক ক্যারি ল্যাম এ নির্বাচনী নকশা ঘোষণা করেন।   তিনি বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রকল্পে (হংকংএর) সাংবিধানিক নিয়মনীতি মেনে চলা হয়েছে। এবং কেন্দ্রীয় পরিষদ (চীনের) ন্যাশনাল পিপলস কংগ্রেসের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেয়া হয়েছে।’ আরও বলেন, ‘শুধু তাই নয়; হংকংএ ক্রিয়াশীল অপরাপর রাজনৈতিক দলের মতামতের প্রাধান্যও এতে রয়েছে।’ একুশেসংবাদ.কম/এইচকেএস/২২.০৪.১৫।
Link copied!