AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেনে নিন, নিজেকে লম্বা দেখানোর কিছু কৌশল


Ekushey Sangbad

০৪:৫১ পিএম, এপ্রিল ২২, ২০১৫
জেনে নিন, নিজেকে লম্বা দেখানোর কিছু কৌশল

একুশেসংবাদ :  যারা স্বাভাবিকের তুলনায় একটু খাটো তারা নিজেকে একটু লম্বা দেখাতে অনেক ধরণের চেষ্টাই করে থাকেন। অনেকে নিজেকে লম্বা করার জন্য নানা ব্যায়াম এমনকি অনেকে সার্জারিও করে থাকেন। কিন্তু এতো ঝামেলায় জড়িয়ে কি আসলেই লাভ আছে? এর থেকে নিজের স্টাইলে সামান্য পরিবর্তন এনেই নিজেকে একটু লম্বা দেখাতে পারেন। তাহলে দেখে নিন দারুণ কিছু কৌশল। ১) লম্বা ধরণের পোশাক পড়ুন: লম্বা ধরণের ঝুল পোশাক আপনাকে একটু লম্বা দেখাতে সাহায্য করবে। কারণ লম্বা ছাঁটের পোশাকগুলো নিচের দিকে ঝুলে থাকে এবং আপনাকে একটু স্লিম দেখাতে সহায়তা করে। এতে করে স্বাভাবিকের চাইতে আপনি একটু লম্বা দেখাবে। ম্যাক্সি, লম্বা ছাঁটের জামা, লঙ ড্রেস ধরণের পোশাক ব্যকহার করুন নিজেকে লম্বা দেখাতে। ২) গাঢ় রঙের পোশাক: একটু গাঢ় রঙের পোশাক আপনাকে লম্বা দেখাতে সহায়তা করবে। কারণ গাঢ় রঙ আপনার বাড়তি মেদের বা একটু মুটিয়ে যাওয়ার সমস্যা থেকে নজর সরিয়ে নেবে। আর মেদ ঢেকে গেলে ও স্লিম দেখালে একটু লম্বা এমনিতেই দেখা যায়। ৩) জুতো ব্যবহার করুন বুঝে শুনে: অনেকেই নিজেকে লম্বা দেখানোর জন্য হিল জুতো ব্যবহার করেন। হিল জুতোর কারণে আপনাকে লম্বা দেখাবে ঠিকই কিন্তু আপনি যদি সঠিকভাবে এর ব্যবহার না করেন তাহলে কিন্তু ব্যাপারটি পুরো উল্টো হয়ে যাবে। কারণ আপনার বডি প্রপোরশনের একটি ব্যাপার রয়েছে। আপনার দেহের উপরের অংশের চাইতে নিচের অংশ লম্বা দেখালেও আপনাকে ভালো দেখাবে না। তাই হিল জুতো নির্বাচনেও সতর্ক থাকুন। আপনার সঙ্গে মানানসই হিল বেছে নিন। ৪) পোশাকের হাতের দিকে নজর দিন: পোশাকের হাতাও আপনাকে লম্বা দেখাতে সহায়তা করে। আপনি যদি এমন পোশাক পড়েন যার কারণে আপনার হাত একটু মোটা দেখায় তাতে আপনার পুরো দেহই একটু মোটা ও খাটো ধরণের দেখাবে। আবার ফুল স্লিভ এর সঙ্গে যদি কাফ বা ব্যান্ড থাকে তাহলে তা এড়িয়ে চলুন। কারণ এই ধরণের পোশাকেও আপনাকে খাটো দেখায়।
৫) লম্বা ডিজাইন বা স্ট্রাইপের পোশাক: লম্বা ধরণের ডিজাইনের, প্রিন্টের বা স্ট্রাইপের পোশাকের কারণে আপনাকে স্বাভাবিক ভাবেই একটু বেশি লম্বা দেখাবে। কারণ এখানে লম্বাটে ধরণের ডিজাইনের একটি প্রভাব আমাদের চোখের পড়ে। ৬) জ্যাকেট পড়ুন: পোশাকে লেয়ারিং খুব ভালো ধরণের একটি কৌশল যা আপনাকে লম্বা দেখাবে এবং সেই সঙ্গে স্লিমও দেখাবে। যদি ওয়েস্টার্ন ধরণের পোশাক পড়েন তাহলে সঙ্গে একটি জ্যাকেট পড়ে নিন লম্বা দেখানোর জন্য।
একুশেসংবাদ.কম/এইচকেএস/২২.০৪.১৫।
Link copied!