AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারো খালেদার চলন্ত গাড়িতে হামলা


Ekushey Sangbad

০৬:৫০ পিএম, এপ্রিল ২২, ২০১৫
আবারো খালেদার চলন্ত গাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদকঃ আগের দুই দিনের মতো রাজধানীতে আবার আক্রান্ত হয়েছে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার গাড়িবহর।বুধবার বিকালে বাংলা মোটর এলাকায় এক দল যুবক লাঠিসোঁটা ও হকি স্টিক নিয়ে তার গাড়িবহরে হামলা চালায়।   বিকাল সোয়া ৫টার পর সেখানে ট্রাফিক সিগন্যালে থেমে ছিল খালেদার গাড়িবহর। সিগন্যাল উঠলে গাড়ি রওনা হওয়ার সময়েই হামলা হয়।   হামলায় খালেদার নিশান গাড়িটির বাম পাশের কাচ ভেঙেছে। গাড়িতে তখন খালেদার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। খালেদার নিরাপত্তা রক্ষীদের গাড়িও ভাংচুর হয়েছে। সেখানে কয়েকজনের ওপর হামলাও হয়েছে।   হামলার পর দ্রুত চালিয়ে রূপসী বাংলা মোড় হয়ে নয়া পল্টনে চলে যায় খালেদার বহরের সব গাড়ি। খালেদা এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছেন।   সোমবার কারওয়ান বাজারে ব্যাপক হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়েই সিটি নির্বাচনের প্রচারে মঙ্গলবার বেরিয়েছিলেন খালেদা। সেদিনও ফকিরাপুলে তার গাড়িবহর হামলার মুখে পড়ে।তার আগে রোববার রাজধানীর উত্তরায় বাধার সম্মুখীন হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।   সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে আসার পর শনিবার থেকে ঢাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন খালেদা।   কারওয়ান বাজারে গাড়িবহরে হামলা তাকে হত্যার উদ্দেশ্যে বলে খালেদা জিয়া দাবি করেছেন। অন্যদিকে একে ‘নাটক’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওই হামলা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মামলা করেছে।   একুশেসংবাদ.কম/এইচকেএস/২২.০৪.১৫।
Link copied!