AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাসপোর্টধারী যাত্রীকেও পেটালো বিএসএফ


Ekushey Sangbad

০৮:০৩ পিএম, এপ্রিল ২২, ২০১৫
পাসপোর্টধারী যাত্রীকেও পেটালো বিএসএফ

নিজস্ব প্রতিবেদকঃবিভিন্ন সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশিদের অনুপ্রবেশের অভিযোগ তুলে গুলি করে হত্যা করে। অনেককে আবার পিটিয়েও আহত করে। এমন ঘটনা অসংখ্যবার ঘটলেও এবার ঘটেছে ভিন্ন ঘটনা।   বৈধভাবে ভারতে যাওয়া এক নারী যাত্রীকে পিটিয়ে মারাত্মক আহত করেছে বিএসএফ। এতে ওই নারী জ্ঞান হারিয়ে ফেলে। তাকে অজ্ঞান অবস্থায় ভ্যানে করে দেশে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   নির্যাতনের শিকার ওই যাত্রীর নাম হাসুরা বেগম (৩৪)। তিনি যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার জামাল শেখের স্ত্রী। তার পাসপোর্ট নম্বর বিসি-০৬৩৬৪৮২।   বুধবার বেলা ১১ টার দিকে বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে।   নির্যাতিত হাসুরার ছোট বোন তনু বেগম জানান, হাসুরা পাসপোর্টে ভারত গিয়েছিলেন। বুধবার সকালে ভারত থেকে দেশে ফেরার পথে বেনাপোলে চেকপোস্টে পৌঁছায়। এ সময় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের এসআই সুরেন্দ্র সিংহ কোনো কারণ ছাড়াই তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে পিটিয়ে জখম করে।   বিএসএফ’র নির্যাতনে হাসুরা অজ্ঞান হয়ে পড়লে তাকে ভ্যান যোগে বাংলাদেশে ফেরত পাঠায়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসা দিতে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।   যশোরস্থ ২৬ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, পাসপোর্ট ভারত যাওয়া নারীকে মারপিটের ঘটনায় বিএসএফ’র কাছে প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/২২.০৪.১৫।
Link copied!