AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে ক্যান্টনমেন্টেই থাকবে সেনাবাহিনী


Ekushey Sangbad

০৮:৪২ পিএম, এপ্রিল ২৩, ২০১৫
নির্বাচনে ক্যান্টনমেন্টেই থাকবে সেনাবাহিনী

ঢাকা: সিটি নির্বাচনে সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ব্যাখ্যা দিতে তিনি এ কথা জানান। সিইসি বলেন, সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকবে। কারণ, ক্যান্টনমেন্ট হচ্ছে ঢাকা মহানগরের মাঝখানে অবস্থিত। সেখান থেকে উত্তর এবং দক্ষিণে যেতে কৌশলগতভাবে (স্ট্রাটেজিক্যালি) সহজ হবে। তাই তাদের ক্যান্টনমেন্টেই অবস্থান নিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে অবস্থান নিলেও রিটার্নিং কর্মকর্তার ডাকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়া দেবে। ঢাকা এবং চট্টগ্রামে তিন ব্যাটেলিয়ান সেনা সদস্য মাঠে থাকবে। নির্বাচনে ঢাকায় সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ব্যাখ্যা দিলেও, চট্টগ্রাম প্রসঙ্গে কোনো কথা বলেননি রকিবউদ্দিন। গত মঙ্গলবার (২১ এপ্রিল) সিইসি তিন সিটি নির্বাচনে চারদিনের জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তাদের মাঠে থাকার জন্য ওই দিন বিকেলেই সশস্ত্র বাহিনী বিভাগকে নির্দেশনাও দেয় ইসি। কিন্তু তার একদিন পরেই বুধবার (২২ এপ্রিল)  রাতে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টেই অবস্থান করতে বলা হয়। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
Link copied!