AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এলাকায় উত্তেজনা সাপাহারে হিন্দু সম্প্রদায়ের দেবত্তর সম্পত্তি মুসলিম প্রভাবশালী কর্তৃক জবর দখল


Ekushey Sangbad

০৯:৩৪ পিএম, এপ্রিল ২৩, ২০১৫
এলাকায় উত্তেজনা সাপাহারে হিন্দু সম্প্রদায়ের দেবত্তর সম্পত্তি মুসলিম প্রভাবশালী কর্তৃক জবর দখল

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে কতিপয় মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের দেবত্তর সম্পত্তির জবর দখল করে নেয়ায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে তারা প্রশাসনের নিকট প্রতিকার চেয়ে আবেদন করে কোন ফল না পেয়ে নিরাষ ও হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। জানা গেছে উপজেলার তিলনা গ্রামের হিন্দু সম্প্রদায়ে লোকজনের চাঁচাহার মৌজার হাল ৫০২দাগে ১১শতাংশ দেবস্থান হিন্দু জনসাধারণের ব্যাবহার্যে জমির উপর দির্ঘদিন যাবত পুজা অর্চনা করে আসছিল। বেশ কিছু দিন পূর্বে ওই এলাকার আশে পাশে মুসলিম সম্প্রদায়ের লোক জনের বসতি গড়ে ওঠায় সেখানে তারা তাদের পূজো অর্চনার কাজ বন্ধ করে দেয়। এর পর হতে উক্ত জায়গাটি হিন্দু সম্প্রদায়ের লোকজনের পরিবর্তে মুসলিম সম্প্রদায়ের লোকজনই ব্যাবহার করে আসে। কিন্তু সম্প্রতি চাঁচাহার দক্ষিনপাড়া গ্রামের মৃত সাদেক আলীর পুত্রদ্বয় মোঃ কাইফুর (৩৭) তার ভাই মোঃ আলম (৩৪) ও মোঃ মোশারফ আলী (২৫) ওই দেবস্থানের ১১শতাংশ জায়গার মধ্যে ৬শতাংশ জায়গা প্রথমে টিনের বেড়া পরে ৮সিসি পিলার দিয়ে স্থায়ী স্থাপনা তৈরী করে তাদের বসত বাড়ীর মধ্যে দখল করে নেয়। এ বিষয়ে প্রথমে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তিলনা হিন্দুপাড়ার স্বপন কুমার পাল বাদী হয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে কাগজ পত্র দেখে ওই জায়গার উপর ১৫৪ধারা জারী করে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য উভয় পক্ষদ্বয়কে নোটিশ প্রদান করে আসে। কিন্তু প্রভাবশালী ব্যক্তিগন পুলিশের ১৫৪ধারাকে বৃদ্ধাঙ্গূলী দেখিয়ে রাতের অন্ধকারে গায়ের জোরে সেখানে স্থায়ী স্থাপনা তৈরী করে জায়গাটি দখল করে নেয়। এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সরে জমিনে ওই গ্রামে গিয়ে দখল কারীগনের সহিত কথা হলে তারা উক্ত সম্পত্তির কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেনী তবে ওই গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা পরিচালনা কমিটি তাদেরকে মাদ্রাসায় কিছু সম্পতি দান করে ওই দেবস্থানের জমির দখল করতে বলেছে বলে জানিয়েছেন। এর পর এ বিষয়ে চাঁচাহার ফাজিল মাদ্রাসার প্রিন্সীপাল মাওঃ আব্দুল মালেক এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান যে হিন্দু সম্প্রদায়ের লোকজন যেহেতু ওই জায়গা ব্যাবহার করেনা মুসলিম সম্প্রদায়ের লোকজনই ব্যাবহার করে তাই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা মাঠে তাদের কিছু জায়গার পরিবর্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সহিত আলোচনা স্বাপেক্ষেই মৌখিক ভাবে তাদেরকে দেড় শতাংশ জায়াগা প্রদানের কথা হয়েছিল কিন্তু ওই ব্যক্তিরা এখন সেই কথাকে পুঁজি করে এলাকার কিছু বখাটে লোকের কথা শুনে ৬শতাংশ জমি দখল করে নিয়েছে। বর্তমানে তিলনা এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের দেবস্থানের নামে রেকডীয় সমুদয় সম্পত্তি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
Link copied!