AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেলা প্রশাসকে অপসারনের দাবীতে ফটো সাংবাদিকদের মানববন্ধন


Ekushey Sangbad

০৯:৩৮ পিএম, এপ্রিল ২৩, ২০১৫
জেলা প্রশাসকে অপসারনের দাবীতে ফটো সাংবাদিকদের মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের অপসারনের দাবীতে সাংবাদিকদের ঘোষিত ৩ দিনের কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার জেলা ইলেক্টট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশণ মানববন্ধন করেছে। প্রেসক্লাব কার্যালয়ের সামনে বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির সভাপতি মোঃ জাফর মিয়ার নেতৃত্বে মানবন্ধন কর্মসূচিতে  উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন,সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপু,সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ খোকা, কার্যকরি সদস্য মঈনউদ্দিন সুমন, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি জসীম উদ্দীন দেওয়ান, লেখক ও সাংবাদিক গোলাম আশরাফ খান উজ্জ্বল,প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম,দিনকালের গোলজার হোসেন, সাংবাদিক কাজী আকরাম, কালের ছবির সম্পাদক আল মামুন,সাংবাদিক জুয়েল রানা, আবু হানিফ রানা,তুসার, জেলা ইলেক্টট্রনিক এন্ড পিন্ট মিডিয়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের কোষাধক্ষ্য রাজীব হোসেন বাবু, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম কামাল ফটো সাংবাদিক আব্দুর রহমান, ইব্রাহীম রাজ রুবেল,তালহা শেখসহ অন্যান্য মিডিয়ার সংবাদ কর্মীরা। এছাড়া ঘোষিত কর্মসূচি অনুযায়ি প্রেসক্লাব অভ্যন্তরে চারন সাংবাদিক শফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে প্রতিবাদ সভা করে জেলা সাংবাদিকবৃন্দ। এসময়  বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের নিউজ কভার করতে না দিয়ে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল রাষ্ট্রদ্রোহীতার কাজ করেছেন। তাই জেলা প্রশাসকরে অপসারনের পাশাপাশি তার বিচারের দাবী করেন বক্তারা। উল্লেখ্য, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা নিউজ কভার করতে গেলে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল কোন কারণ ছাড়াই তাদের বের হয়ে যেতে বলেন। এক ধরণের অপমানিত হয়ে সাংবাদিকরা সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।
Link copied!