AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে চেয়ারম্যান কর্তৃক ইউএনও’র নির্দেশ উপেক্ষিত


Ekushey Sangbad

০৯:৫৩ পিএম, এপ্রিল ২৩, ২০১৫
সুন্দরগঞ্জে চেয়ারম্যান কর্তৃক ইউএনও’র নির্দেশ উপেক্ষিত

গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে ১২৮ জন দুঃস্থর মাঝে ভিজিডি কার্ডের চাউল বিতরণে ইউএনও’র নির্দেশ উপেক্ষা করেছেন চেয়ারম্যান।জানা গেছে, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীনের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার অব্যাহত থাকায় ২০১৫-১৬ অর্থ বছরে ভিজিডি চক্রের কার্ডধারী দুঃস্থদের তালিকা প্রস্তুতে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ১২ ইউপি সদস্য জাতীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেন। এনিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশ হলে গত ২০ এপ্রিল ইউএনও ৩ দিনের মধ্যে মালামাল বিতরণের জন্য চেয়ারম্যানকে পত্রাদেশ প্রদান করেন। পত্রাদেশের ৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত চেয়ারম্যান মালামাল বিতরণ করেননি। এদিকে ভিজিডির মাল উত্তোলণের ৪ মাস অতিবাহিত হলেও তা বিতরণ না করায় সুবিধাভোগীরা ভিজিডির মাল প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।ইউএনও আবদুল হাই মিলটন জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।চেয়ারম্যান জানান, মাল উত্তোলনের পরেও সুবিধাভোগীদের নামের তালিকায় সংশোধনী আনার জন্য যে পরামর্শ দেয়া হয়েছে তা মেনে মাল বিতরণ করা সম্ভব হচ্ছে না।
Link copied!