AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমডিজি অর্জনে ভারতের চেয়ে বাংলাদেশের অগ্রগতি বেশী : স্পিকার


Ekushey Sangbad

০৯:৫৪ পিএম, এপ্রিল ২৩, ২০১৫
এমডিজি অর্জনে ভারতের চেয়ে বাংলাদেশের অগ্রগতি বেশী : স্পিকার

গাইবান্ধা প্রতিনিধি ঃ সহশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) পুরণ করেছে বাংলাদেশ। এখন ভারতের চেয়ে বাংলাদেশের অগ্রগতি বেশি। এটি আমার কথা নয়। এটি ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবীদ অমর্ত্য সেনের লেখার মধ্যে দিয়ে এসেছে। স্পিকার বলেন, আজকে মাতৃমুত্যুরোধ, শিশু মৃতুরোধে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে খ্যাতি অজর্ন করেছে। বিশ্বের অনেক উন্নতদেশ আজকে জানতে চায়, কিভাবে বাংলাদেশ সীমিত সম্পদের মধ্যদিয়ে শিশুমৃত্যুরোধ ও মাতৃমৃত্যুরোধ কমিয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে মডেল হিসেবে পরিচিত। এ উন্নয়নকে এগিয়ে নিতে হবে। এটি এদেশের মানুষের সহযোগিতা এবং শ্রমের কারনে সম্ভব হয়েছে।তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ২০০৮ সালের শেষে এবং ২০০৯ সালের প্রথমদিকে দায়িত্ব গ্রহন করেন তখন বাংলাদেশে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুত ছিল। তখন সব জায়গায় লোডসেডিংসহ বিদ্যুতের দুর্বিসহ অবস্থা ছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে এখন ১০ হাজার মেগাওয়াট এর বেশি বিদ্যুত উৎপন্ন হচ্ছে। বিদ্যুত উৎপাদনের ফলে ইতোমধ্যে পীরগঞ্জে ৩ হাজার ৩শ’ নতুন সংযোগ দেয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে ভেন্ডাবাড়ীর নতুন সাবস্টেশনের উদ্বোধনের মধ্যদিয়ে আরও ১৫ হাজার নতুন সংযোগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের আয়োজনে পীরগঞ্জ উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের আওতায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, গ্রাম্য পুলিশের মাঝে মোবাইল ও বাই সাইকেল এবং প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুরের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ছায়াদৎ হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহারুল হক বাবলু, সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি শাহ সালেক বক্তব্য রাখেন।স্পিকার আরও বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে এবং বাস্তবায়ন করছে। আপনারা জানেন এ সরকার ইতোমধ্যে একটি বছর পাড় করেছে এবং এর মধ্যে যে সকল উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে তারমধ্যে পীরগঞ্জ উপজেলাতেও বিভিন্ন কর্মসুচী ও কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।স্পিকার বলেন, সুষম উন্নয়ন ও সবার জন্য উন্নয়নে সমাজে পিছিয়ে পড়া নারী শিশু প্রতিবন্দ্বিদের উন্নয়নে অর্ন্তভুক্ত না করলে দেশ পিছিয়ে পড়বে। যুবকদের উন্নয়ন করতে হবে, যুবকরা হলো মুল শক্তি, তাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কাজে লাগাতে হবে। আমাদের শ্রমশক্তি কাজে লাগাতে চাইলে দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষতা বৃদ্ধি করতে হলে কর্মসংস্থান চাই। তাই ন্যাশনাল সার্ভিস চালু হয়েছে।তিনি বলেন, মানুষ কখনও সঠিক নেতৃত্ব নির্বাচনে ভুল করে না। উন্নয়ন মানুষ সব সময় মনে রাখে।  শেখ হাসিনার সরকার যে দৃশ্যমান উন্নয়ন করছে আজকে মানুষ সেটা দেখতে পাচ্ছে। সেই সুফল নিজেরাই ভোগ করতে পারছে। বছরের শুরুতে সন্তানরা যখন বিন্যামুল্যে পাঠ্যপুস্তক বাড়িতে নিয়ে আসে তখন উন্নয়নের ছোঁয়া বাড়িতেও লাগে। আমার কাছে রাস্তাঘাটের উন্নয়ন বড় কথা, যে যাই বলুক সেই রাস্তাঘাটের উন্নয়ন যখন হবে তখন সেই রাস্তায় হাটবে আমার পীরগঞ্জে’র মানুষ। তখন মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবে এবং তাদের নির্বাচিত প্রতিনিধিকে শ্বরণ করবে। স্পিকার বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মতো একটি দল ৬০বছরের বেশী অধিক সময়ে এদেশের গনতান্ত্রিক আন্দোলন, এদেশের স্বাধিনতা সংগ্রামসহ বাংলাদেশের সকল কিছুর মুলে কাজ করেছে। তারা কিভাবে ৬০ বছর ধরে এগিয়ে যাচ্ছে, তাদের মুল শক্তিই হচ্ছে জনগন। সেই জনগনের সহযোগিতা, সমর্থন ও সহায়তা নিয়েই কাজ করে যাচ্ছে দলটি। আমরা সব সময় মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করি এবং সেই লক্ষ্য অর্জনের জন্যই আমাদের সকল প্রচেষ্টা। কেননা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিরের জীবনের সব চেয়ে বড় দর্শন ছিল বাংলার দুখি মানুষের মুখে হাসি ফুটানো। এটার জন্যই তিনি তাঁর সারাজীবন ব্যয় করেছেন। কাজেই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হবে, আমাদের দেশের মানুষের অবস্থা আরও স্বচ্ছল হবে, আমরা দারিদ্রের হার ইতোমধ্যে অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছি, আজকে বাংলাদেশে ৪০ভাগ দারিদ্রের হার থেকে এখন ২৩.৫ভাগ। এটা আরও কমিয়ে আসবে। একেবারে যারা নি¤œ ও হতদরিদ্র তারা এখন উন্নতের দিকে যাচ্ছে। মধ্যম যারা তারা উচ্চতরের দিকে অগ্রগর হচ্ছে। কাজেই এই উন্নয়ন আমাদের ধরে রাখতে হবে। এছাড়াও স্পিকার পীরগঞ্জের মেরিন একাডেমি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শহিদ মিনার, স্টেডিয়াম, আধুনিক অডিটোরিয়াম, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত মঙ্গলবার রাতে পীরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নিহত বাশফুকুরিয়ার আব্দুল লতিফ ও চকভেকার আছিয়া বেগমের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা সহযোগিতার ঘোষনা দেন এবং ক্ষতিগ্রস্ত দারিদ্র মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাহায্যের ঘোষনা করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহাম্মেদ পীরগঞ্জসহ রংপুরের বিভিন্ন পাইলট প্রগ্রামের কথা তুলে ধরেন। পরে উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে কম্পিউটার, ৬০ জন প্রতিবন্ধিদের হুইল চেয়ার এবং ১শ’ ৩১ জন গ্রাম্য পুলিশকে মোবাইল ফোন, সীম কার্ড এবং বাইসাইকেল প্রদানে আনুষ্ঠানিক উদ্বোধণ করেন। এ সময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে সড়কপথে সকাল পনে ১০ টায় পীরগঞ্জে আসেন। পরে তিনি সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৩ টায় পীরগঞ্জের জেলা পরিষদ ডাকবাংলায় উপজেলা আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বিকেল পনে ৬ টায় লালদীঘির ফতেহপুরে প্রাকৃতিক হিমাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এবং  ঢাকার উদোশ্যে সড়ক পথে রওয়ানা দেন।
Link copied!