AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেরা আটে সাকিব, আঠারোতে মুশফিক


Ekushey Sangbad

১১:৩৪ পিএম, এপ্রিল ২৩, ২০১৫
সেরা আটে সাকিব, আঠারোতে মুশফিক

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ তে জয়ই শুধু টাইগারদের পুরস্কার হিসেবে আসেনি। ব্যক্তিগত ক্যারিয়ারে টাইগার ক্রিকেটাররা সাফল্য ধরে রেখেছেন বিশ্বসেরাদের তালিকায়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ের বোলিং ক্যাটাগরিতে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে এসেছেন। এছাড়া বোলিং ক্যাটাগরিতে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ২৫ নম্বরে। তার অর্জিত রেটিং পয়েন্ট ৫৮২। আরাফাত সানি রয়েছেন ৪৯৯ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ৫৩ নম্বরে আর ৫৭ নম্বরে থাকা রুবেল হোসেনের রেটিং পয়েন্ট ৪৮৪। তবে, ৩৯ নম্বরে ৫২৯ রেটিং নিয়ে অবস্থান করছেন আব্দুর রাজ্জাক। এদিকে ওয়ানডে ব্যাটিং ক্যাটাগরিতে বাংলাদেশের রান-মেশিন খ্যাত মুশফিকুর রহিম উঠে এসেছেন ১৮ নম্বরে। মুশফিকের অর্জন ৬৬৩ রেটিং পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে পরপর শতক হাঁকানো আর শেষ ম্যাচে অর্ধশতক হাঁকানো তামিম ইকবাল রয়েছেন ৩১ নম্বরে। বাঁহাতি ড্যাশিং এ ওপেনারের অর্জন ৬২১ রেটিং পয়েন্ট। ব্যাটিংয়ের এ তালিকায় সাকিব রয়েছেন ৩৬ নম্বরে। বাঁহাতি বিশ্বসেরা এ অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৫৮৯। ৪৮ নম্বর জায়গাটি ধরে রেখেছেন নাসির হোসেন আর ৫৬ ও ৫৯ নম্বরে রয়েছেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং এনামুল হক বিজয়।
Link copied!