AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামীকাল প্রেক্ষাগৃহে মিষ্টির ‘চিনি বিবি’


Ekushey Sangbad

১০:০১ এএম, এপ্রিল ২৪, ২০১৫
আগামীকাল প্রেক্ষাগৃহে মিষ্টির ‘চিনি বিবি’

একুশেসংবাদ : ছোট পর্দায় একটু একটু করে পথ চলা। কখনও একটু আটকে যাওয়া, কিন্তু থেমে থাকা নয়। বড় পর্দায় প্রবেশ করলেন তিনি। মিডিয়ায় নাম মিষ্টি। পুরো নাম, মিষ্টি জান্নাত। বড় পর্দায় তার এখনও মাত্র একটি ছবি দেখা গেলেও বেশ আড়ম্বরের মাধ্যমেই আছেন তিনি। আগামিকাল ৫২” রুপালী পর্দায় মুক্তি পাচ্ছে মিষ্টি জান্নাত অভিনীতি নজরুল ইসলাম বাবু পরিচালিত ‘চিনি বিবি’ ছবি্টি। চিনিবিবির কেন্দিয় চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত। আর মিষ্টির বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী। এ ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, আলীরাজ, আনোয়ারা, আবদুল্লাহ সাকি, ওয়াদুদ রঙ্গিলাসহ আরও অনেকে। ওয়াদুদ রঙ্গিলার লেখা কাহিনির ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে গ্রাম-বাংলার ছবি ‘চিনি বিবি’। ছবিতে আপনাকে কেমন রুপে দেখা যাবে? এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, দুরন্তপণায় উস্তাদ এক মেয়ে। সবার চোখ ফাঁকি দিয়ে প্রেম করি গ্রামেরই এক ছেলের সঙ্গে। এর মাঝে ঘটে যায় নানান মজার ঘটনা। যথাসাধ্য চেষ্টা করেছি গল্পের সাথে মিল রেখে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। আমি মনে-প্রানে বিশ্বাস করি আমার এই ছবিটি দেখে দর্শকরা লুফিয়ে আমাকে করবে। আর সবাইকে বলবো, অনেক ভালো একটি ছবি ‘চিনি বিবি’। সুতরাং আপনারা সবাই হলে গিয়ে ছবিটি উপভোগ করবেন। ‘চিনি বিবি’ ছবিতে ১০টি গান রয়েছে। এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রায় এক ডজন কণ্ঠশিল্পী। তারা হলেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, মনির খান, কনকচাঁপা, রাজীব, বেবি নাজনীন, আগুন, মমতাজ, ইতি, রিয়াদ ও ওয়াদুদ রঙ্গিলা। ছবিটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
একুশেসংবাদ.কম/এইচকেএস/২৪.০৪.১৫
Link copied!