AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেমিতে কে কাকে পাচ্ছে?


Ekushey Sangbad

০২:০০ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
সেমিতে কে কাকে পাচ্ছে?

একুশেসংবাদ : চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ। এখন অপেক্ষা সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ের। শুক্রবার বাংলাদেশ সময় রাত তিনটায় সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাস এই চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ইউরোপের সেরা চারটি দলই যে সেমিতে পা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। পরিসংখ্যান অন্তত তেমনটাই বলে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবেচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দল চারটিই এবার সেমির টিকেট পেয়েছে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ৩১ বার সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। এরপরের তিনটি জায়গাও এবারের সেমিফাইনালিস্টদের দখলে। বার্সেলোনা ৩১, বায়ার্ন মিউনিখ ২৫ ও জুভেন্টাস ২২ বার ইউরোপিয়ান প্রতিযোগিতায় সেমিতে খেলার গৌরবে অর্জন করে। real নিয়নের ড্রয়ে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা অল স্প্যানিশ সেমির সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। কেননা, ইউরোপ সেরার লড়াইয়ে একই দেশের দুটি ক্লাবের মধ্যে লড়াইয়ে কোনো বাধা নেই। আবার রিয়াল-বায়ার্ন বা রিয়াল জুভেন্টাস অথবা বার্সেলোনা-বায়ার্ন বা বার্সা জুভেন্টাস লড়াইও হতে পারে। বার্সেলোনা, রিয়াল ও বায়ার্ন মিউনিখ- এই তিনটি দলের যেকোনো আকেটি গত ১০ মৌসুমে সাতবার ফাইনালে উত্তীর্ণ হয়ে পাঁচবার শিরোপা জয় করে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রেকর্ড ১০ বার জিতেছে। এছাড়া বায়ার্ন মিউনিখ ৫ বার, বার্সেলোনা ৪ বার ও জুভেন্টাস জিতেছে ২ বার। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পাঁচ আসরে টানা জয়ের রেকর্ড রয়েছে রিয়ালের। তবে আধুনিক ফুটবলে কোনো দল টানা দুবার ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপ জিততে পারেনি। bayern চারবার শিরোপ জয় করা বার্সেলোনা সর্বশেষ ৯ বছরেই তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে। গত মৌসুমের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবারের আসরের অন্যতম ফেভারিট। ২০১২-১৩ আসরের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখও রয়েছে ফেভারিটদের তালিকায়। গত ৫ মৌসুমে তিনবার ফাইনাল খেলার রেকর্ড রয়েছে বায়ার্নের। অন্যদিকে ২০০৫-০৬ মৌসুম থেকে ২০১০-১১ মৌসুম এই ৫ বছরে ৩ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে তিনবারই শিরোপা জয় করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আবার ১৯৯৫-৯৬ মৌসুমে নিজেদের দ্বিতীয় ও সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা জুভেন্টাসকেও বাতিলের খাতায় ফেলে দেয়া না। ১২ বছর পর সেমিতে উত্তীর্ণ হওয়া দলটির শক্তিশালী রক্ষণভাগে কারণে যেকোনো দলই তাদের বিপক্ষে বিপদে পড়তে পারে। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টান যেমন ঘরোয়া লিগ সিরি আ’ তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, ঠিক তেমনি জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ রয়েছে শীর্ষে। বার্সেলোনা স্প্যানিশ লিগের টেবিলে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ মাত্র ২ দুই পয়েন্ট কম নিয়ে খুব একটা পিছিয়ে নেই। juventas জুভেন্টাস যদি সেমিতে বার্সেলোনার মুখোমুখি হয় তবে কাতালান স্ট্রাইকার লুইস সুয়ারেজ বিশ্বকাপের কামড়-কাণ্ডের পর প্রথমবারের মতো জর্জিও চিয়েলান্নির মুখোমুখি হবেন। এদিকে ইউরোপা লিগের সেমিফাইনালে ড্রও শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে। গতবারের চ্যাম্পিয়ন সেভিয়ার সঙ্গে দুই ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা ও নাপোলি এবং ইউক্রেনের ক্লাব দিপ্রো দিপ্রোপেত্রোভসক সেমিফাইনালের টিকেট পায়। একুশেসংবাদ.কম/এইচ কে এস/২৪.০৪.১৫
Link copied!