AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় ১ সপ্তাহের ব্যবধানে আবারো মোটরসাইকেল ছিনতাই, আইন-শৃংখলার অবনতি


Ekushey Sangbad

০৪:৫১ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
নওগাঁয় ১ সপ্তাহের ব্যবধানে আবারো মোটরসাইকেল ছিনতাই, আইন-শৃংখলার অবনতি

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার পতœীতলা উপজেলায় গত ১ সপ্তাহের ব্যবধানে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নজিপুর-বাগুড়িয়া ছালিগ্রাম সড়কের ইটভাটার কাছথেকে আবারো দূষ্কৃতিকারীরা একটি মটরসাইকেল সহ নগদ টাকা ছিনতাই করে নিয়েগছে। উপজেলায় বিচ্ছিন্নভাবে চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় আইন-শৃংখলার অবনতি হয়েছে বলে এলাকাবাসী জানায়। জানাগেছে পতœীতলা উপজেলা চত্বর এলাকার মৃত আনিছুর রহমানের পুত্র আব্দুল্লা হেল কাফি (৩০) ও তার সঙ্গিয় পাটিচরা গ্রামের আফজাল হোসেনের পুত্র লাইফ হোসেন (২৭) একটি টি.ভি.এস ১০০ সি.সি লাল রং এর মটরসাইকেল যোগে বৃহস্পতিবার দিবাগত রাতে ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার নজিপুর-বাগুড়িয়া ছালিগ্রাম সড়কের ইটভাটার কাছে প্রায় ১০/১২ জনের একটি দূষ্কৃতিকারী দল রশি দিয়ে তাদের পথরোধ করে। এসময় কাফি ও লাইফকে দূষ্কৃতিকারীরা অস্ত্রের মুখে বেধে রেখে মারপিট করে তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও মটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে পতœীতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে আব্দুল্লা হেল কাফি জানান। উল্লেখ্য গতশনিবার দিবাগত রাতে নজিপুর-শিবপুর সড়কের শিধুয়া মোড়ে একই ভাবে শিবপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র রুবেল হোসেন ও সঙ্গী স্বপন মোটরসাইকেল করে বাড়ী ফেরার পথে ১০-১২ জনের র্দ্বুৃত্তের একটি দল তাদের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে হাত-পা বাধা অবস্থায় তাদের পাশের ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে এবং তাদের হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে। এবাদেও উপজেলায় বিচ্ছিন্নভাবে চুরি-ডাকাতি বেড়ে গেছে এবং আইন-শৃংখলার অবনতি হয়েছে বলে এলাকাবাসী জানায়।
Link copied!