AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মংলায় কেএমএসএস এর সভায় বক্তারা এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই


Ekushey Sangbad

০৪:৫৭ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
মংলায় কেএমএসএস এর সভায় বক্তারা এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই

শাহিন হাওলাদার ,মংলা প্রতিনিধি : বাংলাদেশে বর্তমানে ৩৬ শ’র বেশী এইডস রোগী রয়েছে। শুধুমাত্র ২০১৪ সালেই এইচআইভিতে সংক্রামিত হয়েছে ৪৪৩ জন । আর মংলা সমুদ্র বন্দর এইচআইভি সংক্রামনের একটি ঝুঁকিপূর্ন এলাকা। সকালে কেএমএসএস মংলা ডিআইসিতে আয়োজিত স্থানীয় পর্যায়ে এইচআইভি প্রতিরোধে করনীয় বিষয়ক এক মত বিনিময় সভায় বক্তারা এ তথ্য তুলে ধরেন। মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহিল গালিবের  সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রভাষক কামাল উদ্দিন, প্রকৌশলী মতিউর রহমান আজাদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, কেএমএসএস মংলা ডিআইসি ম্যানেজার মনিরুজ্জামান, শিক্ষক রফিকুল ইসলাম ও মাওলানা শহিদুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মংলায় অসংখ্য ভাসমান হিজড়া ও বিকৃত যৌনরুচি সম্পন্ন জনগোষ্ঠী রয়েছে। এরা এইচআইভি ও এসটিডি জীবানু ছড়ানোর জন্য অনেকটাই দায়ী। এইডস প্রতিরোধে এদের সচেতন করা সহ ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য, হিজড়া ও এমএসএস জনগোষ্ঠীর মাঝে এইচএইভি প্রতিরোধ মূলক কার্যকর সেবা প্রদানের মাধ্যমে ঝুঁকি হ্রাস করনে খুলনা মুক্তি সেবা সংস্থা একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
Link copied!