AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে শুকিয়ে গেছে নদী-নালাঃ ৪ শতাধিক জেলে পরিবারে চলছে হাহাকার


Ekushey Sangbad

০৫:২৪ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
আত্রাইয়ে শুকিয়ে গেছে নদী-নালাঃ  ৪ শতাধিক জেলে পরিবারে চলছে হাহাকার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে শুকনো মৌসুম না আসতেই শুকিয়ে গেছে প্রাকৃতির মাছের উৎস নদী-নালা ও খাল বিল । মাছের এসব উৎস শুকিয়ে যাওয়ায় উপজেলার ৪ শতাধিক জেলে পরিবারে চলছে চরম দুদিন । এসব পরিবারের সদস্যদের দিনরাত কাটছে খেয়ে না খেয়ে । প্রাকৃতির উৎস গুলোতে মাছ শিকার করে বিক্রির টাকায় জেলে পল্লীর বাসিন্দাদের পরিবার চলে । নদী-নালা ও খাল -বিল শুকিয়ে যাওয়ায় মাছ শিকার করতে না পাড়ায় উপজেলা সাহেবগঞ্জ, ভরতেতুলিয়া, পাঁচুপুর, কুমঘাট, বেওলা, শিকাপুর, মির্জাপুর, ইসলামগাঁথীসহ অন্যান্য জেলে পল্লীর ৪ শতাধিক পরিবার চরম কষ্টের মধ্যে জীবন-যাপন করছে । এসব পল্লীর বাসিন্দা সুশীল, স্বজল , পরেশ, বিপিনসহ অনেক জেলে জানায়, মাছ শিকারের জন্য তাদের প্রধান উৎস ছিল স্থানীয় আত্রাই নদী ও বিভিন্ন খাল-বিল। এগুলোর মধ্যে রয়েছে হেলিপ্যাড, মধুগুড়নই, গুড়নইসহ বেশ কিছু খাল-বিল। এখন এ উৎস গুলোর অধিকাংশই পানিশূন্য হয়ে পড়ায় মাছের দেখা মিলছে না। এতে জেলে পারিবারগুলোকে এখন অভাবের সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে।
Link copied!