AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেলকুচিতে ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষ এসিড দগ্ধ ৪


Ekushey Sangbad

০৫:২৬ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
বেলকুচিতে ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষ এসিড দগ্ধ ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রং ও কেমিক্যাল ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষে পথচারীসহ ৪জন এডিস দগ্ধ হয়েছেন। এরা হলেন, উপজেলার নাগগাতি গ্রামের মৃত, হারুন-অর-রশিদ সরকারের ছেলে অসিম সরকার (৩৫), তামাই গ্রামের মৃত মোন্নাফ হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৫০), ওমর আলীর ছেলে ২ ছেলে আব্দুল গফুর (৪২) ও হযরত আলী (৩০)। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আশংকাজনক অবস্থায় অসিম ও হেলালকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং বাকিদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কেনাকাটা নিয়ে ওই বাজারের রং ও কেমিক্যাল ব্যবসায়ী লতিফ ফকির ও মাহবুব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় লতিফ ফকিরের সমর্থকরা প্রতিপক্ষের লোকজনের উপরে এসিড ছুড়ে মারে। এতে পথচারী অসিম, হেলাল উদ্দিন এবং ব্যবসায়ী মাহবুবের ২ ভাই আব্দুল গফুর ও হযরত আলী এসিড দগ্ধ হয়। বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Link copied!