AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবার প্রচারণায় খালেদা জিয়া


Ekushey Sangbad

০৫:৩১ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
আবার প্রচারণায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদকঃ একদিন বিরতি দিয়ে ফের সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর জন্য ভোট চাইতে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।   শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসা থেকে বের হয়েছেন তিনি। ৪টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় খালেদার গাড়িবহর নতুনবাজার এলাকায় ছিল।   একাধিক সূত্রে জানা গেছে আজ তিনি পুরান ঢাকার দিকে যেতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। বেগম জিয়া আজ মির্জা আব্বাসের জন্য ভোট চাইবেন।   সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে আগের দিনগুলোতে সরকার সমর্থকদের হামলার মুখে পড়তে হয়েছে তাকে। বুধবার বাংলামোটর এলাকায় তার গাড়িতে হামলা চালানো হলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গতকাল তিনি প্রচারণায় বের হতে পারেননি।   খালেদার গাড়িবহরে এসব হামলার পর পাল্টাপাল্টি মামলাও হয়েছে। হামলার প্রতিবাদে গত বুধবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে আওতামুক্ত রেখে হরতালও করেছে বিএনপি।   ১৮ এপ্রিল থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। সেদিন তিনি গুলশান ও বাড্ডা এলাকায় প্রচারণা চালান। প্রথম দিনের প্রচারণা শেষে বেগম জিয়া বলেছিলেন, ‘জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।’   ১৯ এপ্রিল রোববার দ্বিতীয় দিনের প্রচারণায় উত্তরায় গিয়ে সরকার সমর্থকদের বাধার মুখে পড়েন বেগম জিয়া। ওইদিন বিকেলে তিনি আজমপুর পৌঁছালে ৩০ থেকে ৩৫ জন যুবক ‘আমার ভাই মরলো কেন, খালেদার কাছে জবাব চাই’, ‘পাকিস্তানের খালেদা পাকিস্তানে ফিরে যা’ বলে স্লোগান দেয়া শুরু করেন। বাধার মুখে উত্তরা নর্থটা্ওয়ারের সামনে থেকে খালেদাকে বহনকারী গাড়িটিকে ঘুরেও যেতে হয়েছিল।   পরদিন সোমবার কাওরানবাজারে প্রচারণা চালাতে গেলে খালেদার গাড়িবহরে হামলা চালানো হয়। গাড়ি বহরের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহতও হন। এ ঘটনার প্রতিবাদে বুধবার হরতাল ডাকে বিএনপি।   এরপর মঙ্গলবার তিনি প্রচারণা চালান শাজাহানপুর এলাকায়। সন্ধ্যার পর ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় তার গাড়িবহরে ইট-পাটকেল মারা হয়।   বুধবার প্রচারণায় বের হয়ে বাংলামোটর এলাকায় হামলার শিকার হলে সেদিন আর প্রচারণা চালাননি বেগম জিয়া। হামলার পরপরই তিনি কেন্দ্রীয় কার্যালয়ে চলে যান।   একুশেসংবাদ.কম/এইচকেএস/২৪.০৪.১৫।
Link copied!