AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কানাডিয়ান বিনিয়োগ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে


Ekushey Sangbad

১২:২৩ পিএম, মে ৪, ২০১৫
কানাডিয়ান বিনিয়োগ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে

একুশেসংবাদ : কানাডিয়ান বিনিয়োগ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেেছন কানাডার স্পোর্টস মিনিস্টার বাল ঘোষাল এমপি। গত ২৯ এপ্রিল বুধবার কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপের আমন্ত্রণে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার নেতৃবৃন্দ অটোয়ার পার্লামেন্ট ভবনে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে অংশ নেন পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ম্যাথিউ ক্যালওয়ে এমপি, ড্যান হ্যারিস এমপি, লিন্ডা ডানকান এমপি, ডন ড্যাভিস এমপি, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মাহজাবীন খালেদ, কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার কামরুল আহসান, চেম্বার প্রেসিডেন্ট সুবীর দে, ভাইস প্রেসিডেন্ট এম এ মুত্তালিব, আবুল মনসুর আহমেদ, জয়েন্ট সেক্রেটারি আশরাফুল বারী মঞ্জু , ট্রেজারার এহসানুল হাবিব ও চেম্বার সদস্য শহিদুল ইসলাম মিন্টু উপস্থিত ছিলেন এই বৈঠকে। প্রারম্ভিক বক্তৃতায় পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ম্যাথিউ ক্যালওয়ে এমপি কানাডা-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ব্যাপারে গুরুত্বারোপ করেন এবং বৈঠকে অংশ নেয়ার জন্যে চেম্বার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট সুবীর দে কারেন্সি হাব ও দু’দেশের মধ্যকার বাণিজ্য সহায়তা বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমানে কানাডা-বাংলাদেশের মধ্যে বাৎসরিক ১.৮ বিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন হয়। কারেন্সি হাব চালু হলে প্রায় ৬ থেকে ৭ ভাগ মূল্য সাশ্রয় করা সম্ভব হবে। পাশাপাশি দু’দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়বে। সুবীর দে কানাডিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, গার্মেন্টস, টেক্সটাইল, কমোডিটি টেড্রিং, জাহাজ নির্মাণ, জনশক্তি রপ্তানী এবং এনার্জি সেক্টরে বাংলাদেশ এখনো অফুরান সম্ভাবনাময়। কানাডিয়ান বিনিয়োগ এসব শিল্পকে আরো এগিয়ে নিতে পারে এবং দু’দেশই এতে সীমাহীন লাভবান হতে পারে। এবিষয়ে সুবীর দে কানাডার সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন। কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার কামরুল আহসান বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নতির গতিপ্রকৃতি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ব্রান্ড বাংলাদেশে তাদের পণ্য প্রস্তুত করছে। আন্তর্জাতিক বাজারে এসব পন্যের গুণগত মান প্রশংসিত। বাংলাদেশের যেসব খাতে কানাডা বিনিয়োগ করতে পারে সেসব খাতের বিস্তারিত তুলে ধরেন কামরুল আহসান। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্ববাজারে পজিটিভ ব্রার্ন্ডিং করার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। এই কাজে সকলের সহযোগিতা আশা করছি। স্পোর্টস মিনিষ্টার বাল ঘোষাল এমপি এই ধরনের আরো বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। লিন্ডা ডানকান এমপি, ডন ড্যাভিস এমপি ও ড্যান হারিস এমপি বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা ও বাংলাদেশ হাইকমিশনকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সংসদ সদস্য মাহজাবীন খালেদ বাংলাদেশ সরকারের নানা অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের পার্লামেন্টারি সেক্রেটারি পল কালান্দ্রা এমপির সঙ্গে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। চেম্বার নেতৃবৃন্দ কারেন্সি হাব, কানাডা-বাংলাদেশ সর্ম্পক ও বিজনেস সম্প্রসারণ বিষয়ে মতামত তুলে ধরেন । পল কালান্দ্রা এমপি এসব বিষয়ে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন । কানাডার প্রধানমন্ত্রি স্টিফেন হারপারের কাছে এসব সুপারিশ তুলে ধরবেন বলে জানান। চেম্বারকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি। পল কালান্দ্রা বলেন, কানাডা সবসময় বাংলাদেশের পাশে থাকবে। উল্লেখ্য, পল কালান্দ্রা এমপির আমন্ত্রণে পার্লামেন্টের প্রশ্ন-উত্তর সেশন পর্যবেক্ষণ করেন চেম্বার প্রতিনিধিদল। একুশেসংবাদ.ডটকম/আর কে/০৪.০৫.২০১৫
Link copied!