AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঙ্গালীদের প্রচারণায় বাঙ্গালী নারী


Ekushey Sangbad

১১:৪৭ এএম, মে ৬, ২০১৫
বাঙ্গালীদের প্রচারণায় বাঙ্গালী নারী

একুশেসংবাদ : যুক্তরাজ্যের সাধারন নির্বাচনের আর বাকী একদিন।সব প্রার্থীরাই কর্মব্যস্ত তাঁদের ভোটযুদ্ধে।প্রচারনা চালাচ্ছেন একেবারে শেষ সময়ের। লন্ডনের বহুল আলোচিত ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি আসন ১) ইলিং সেন্ট্রাল ও একটন আর ২) হ্যামস্টেড ও কিলবার্নেও থেমে নেই এ প্রচারনার লড়াই। আর এ আসন দুটিতে লেবার পার্টির মনোনীত এমপি প্রার্থী দুইজনই বাঙালি বংশোদ্ভুত। প্রথমটিতে রুপা হক আর দ্বিতীয়টিতে টিউলিপ সিদ্দিকী। গত রোববার রুপা হক ও টিউলিপের আসনে নির্বাচনি প্রচারণায় আসেন আরেক বাঙালি বংশোদ্ভুত লন্ডনের বেথন্যালগ্রীন ও বো আসন থেকে লেবার পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি রুশনারা আলী। তাঁর সাথে এ সময় টাওয়ার হ্যামলেটসের কয়েকজন কাউন্সেলরও উপস্থিত ছিলেন। সেদিন ছিলো নির্বাচনের আগের সর্বশেষ সাপ্তাহিক ছুটির দিন। এ দিন প্রার্থীরা নিজ নিজ আসনে জোরালো প্রচারনা চালিয়েছেন।রুপা হক ও টিউলিপও ব্যতিক্রম নন।রুশনারা আলীর সহায়তায় ফলপ্রসূ প্রচারনা চালিয়েছেন তাঁরা। রুশনারা আলী প্রচারণায় ৭ মের নির্বাচনে রুপা ও টিউলিপকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, তাঁরা দুইজনই অসাধারণ ও মেধাবী তরুণ রাজনীতিবিদ।আর নির্বাচিত হলে তাঁদের অতীত অভিজ্ঞতা সংসদে সাধারণ মানুষের পক্ষে জোরালো আওয়াজ তুলতে সক্ষম হবে এবং ব্রিটিশ রাজনীতিতে অনন্য ভূমিকা রাখতে পারবে। এদিকে, রুপা হক ও টিউলিপ সিদ্দিকী দুইজনই জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী ও ভোটাররা তাঁদের সঠিক পছন্দের তালিকায় তাঁদের দুইজনকেই রাখবেন বলে যথেষ্ট আশাবাদী। এখন শুধু বাঙ্গালী কমিউনিটির অপেক্ষার পালা, ব্রিটিশ পার্লামেন্টে তাঁরা আসন পান কিনা আর ব্রিটিশ রাজনীতির মূলধারায় বাঙালি প্রতিনিধিত্ব বাড়ে কিনা তা দেখার। একুশেসংবাদ.ডটকম/আর কে/০৬.০৫.২০১৫
Link copied!