AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবছর আগৈলঝাড়ায় ফলের বাজারে স্থানীয় লিচুর ব্যাপক চাহিদা


Ekushey Sangbad

১২:৫৫ পিএম, মে ১১, ২০১৫
এবছর আগৈলঝাড়ায়  ফলের বাজারে স্থানীয় লিচুর ব্যাপক চাহিদা

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : সারাদেশের মত বরিশালের আগৈলঝাড়াতেও বিভিন্ন মৌসুমী ফলে বাজার সয়লাব হয়ে গেছে। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চল থেকে লাল টকটকে রসালো লিচু। যা দেখলেই যেকোন বয়সের মানুষের জিভে জল এসে যায়। কিন্তু এবারই সর্বপ্রথম ফরমালিন আতঙ্কে ওইসব রসালো লাল টকটকে লিচুকে পরিহার করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার সবশ্রেণীর ক্রেতা সাধারণ। যে কারণে দেখতে লাল টকটকে না হলেও গ্রামাঞ্চলের বাড়ির আঙ্গিনায় বা বানিজ্যিকভাবে উৎপাদিত লিচুর কদর বেড়ে গেছে সর্বত্র। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে লিচু বিক্রেতাদের সাথে কথা বলে এমন ধরণের তথ্যই পাওয়া গেছে। লিচু ব্যবসায়ীরা জানান, গ্রামাঞ্চলের লিচু গাছ থেকে লিচু পেড়ে ২০ ও ৫০টি করে আঁটি বেঁধে বিক্রির জন্য বাজারে আনা নেয়া হচ্ছে। বর্তমানে গ্রামাঞ্চলের লিচুর কদর বেড়ে যাওয়ায় একশ’ লিচু ২ থেকে আড়াইশ’ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ফরমালিন দিয়ে রং বৃদ্ধি ও পাকানোর আতঙ্কে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লাল টকটকে রসালো লিচু ছুঁয়েও দেখছেন না ক্রেতারা। ব্যবসায়ীরা আরো জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য লিচু গাছ রয়েছে। অধিকাংশ লিচু গাছে গত ২-৩ বছরের তুলনায় এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। রোদের তাপ ও খুব বেশি বৃষ্টি না হওয়ায় এবছর তেমন লিচুর মুকুল ঝড়েনি। মৌসুমী ফল ব্যবসায়ী গৌরাঙ্গ বৈদ্য জানান, তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ১০টি বাগানের লিচু কিনেছেন। ওইসব লিচু গাছে বাঁদুড় ও কাকের উপদ্রব থেকে লিচু রক্ষা করতে তিনি লোক দিয়ে পাহারা বসিয়েছেন। এছাড়াও বাঁশ ও টিনের তৈরি বিশেষ বাজনা বাজিয়ে উচ্চস্বরে শব্দ করে তাড়ানো হচ্ছে কাক ও বাঁদুড়। রাতের বেলায় লিচু গাছে বৈদ্যুতিক বাল্ব জ্বালানো হয়। স্থানীয়ভাবে উৎপাদিত লিচুর ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়ীরা এবছর উত্তরাঞ্চলের লিচুর কথা ভাবছেন না। তাদের আশা- স্থানীয় লিচু বিক্রি করে তারা এবারে লাভবান হবেন।
Link copied!