AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ালপেপার টিভি!


Ekushey Sangbad

০৩:২৩ পিএম, মে ২০, ২০১৫
ওয়ালপেপার টিভি!

টিভি হবে কাগজের মতো হালকা-পাতলা যা ওয়ালপেপারের মতো দেয়ালে সেঁটে রাখা যাবে। এলজি ডিসপ্লে বিভাগ সম্প্রতি এক মিলিমিটার পুরু অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি টিভি তৈরি করেছে। গতকাল দক্ষিণ কোরিয়ার একটি অনুষ্ঠানে অত্যন্ত হালকা-পাতলা ডিসপ্লের এই টিভি দেখিয়েছে এলজি। এই টিভিকে তারা বলছে ‘ওয়ালপেপার’ টিভি। অবশ্য এখনই এই টিভি বাজারে ছাড়ছে না এলজি। ওয়ালপেপার টিভি এখনো ধারণা পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের টিভি বাজারে আনতে পারে তারা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এলজির ৫৫ ইঞ্চি মাপের ওয়ালপেপার টিভির ওজন ১ দশমিক ৯ কিলোগ্রাম। এটি বিশেষ একটি চুম্বক ম্যাটের সাহায্যে দেয়ালে আটকে রাখা যায়। নতুন ডিসপ্লে উদ্বোধন অনুষ্ঠানে এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতে ওএলইডিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে। কারণ ওএলইডি সম্ভাবনাময় একটি প্রযুক্তি। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ওএলইডিকে পরবর্তী প্রজন্মের ডিসপ্লে হিসেবে মনে করা হয়। এই প্রযুক্তিতে একটি অর্গানিক যৌগের স্তর যুক্ত থাকে যাতে শুধু অত্যন্ত পাতলা স্ক্রিনই নয় সেই স্ক্রিনকে বাঁকানো যায়। এই অর্গানিক উপাদানটি নিজস্ব আলো নির্গত করে যাতে ডিসপ্লের পেছনে বাড়তি বাতির দরকার পড়ে না। এর ফলেই অত্যন্ত পাতলা স্ক্রিন তৈরি করা যায়। এ ধরনের স্ক্রিন শুধু টিভিতেই নয় বরং নানা পরিধেয় প্রযুক্তিপণ্য ও মোবাইলে ব্যবহার করা যায়।অত্যন্ত পাতলা ওএলইডি ডিসপ্লে তৈরি করছে এলজি। ছবি: এলজির সৌজন্যে। বর্তমানে স্যামসাং, এলজি, সনির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান ওএলইডি স্ক্রিন ব্যবহার করছে। অবশ্য, এখনো ওএলইডিযুক্ত পণ্যের দাম সাধারণের হাতের নাগালে আসেনি। যেমন এলজির ৬৫ ইঞ্চি মাপের ৪কে ওএলইডি টিভির দাম নয় হাজার ডলার। গতকাল এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, ওএলইডি তৈরিতে তারা বেশ উন্নতি করেছে। টিভির জন্য বড় ওএলইডি ডিসপ্লে তৈরিতে শীর্ষস্থানে রয়েছে তারা। এ বছর এলজির তৈরি ছয় লাখ ওএলইডি টিভি বিক্রি হবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। আগামী বছর ১৫ লাখ ওএলইডি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে এলজি। রচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিং ডব্লিউ ট্যাং বলেছেন, আগামী এক দশকের মধ্যে সহজলভ্য হয়ে যাবে ওএলইডি ডিসপ্লে। বাজারে এলসিডি ডিসপ্লের চেয়ে বেশি বিক্রি হবে ওএলইডি ডিসপ্লে।
Link copied!