AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী জয়ললিতা


Ekushey Sangbad

১০:৫২ এএম, মে ২২, ২০১৫
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী জয়ললিতা

একুশে সংবাদ:তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (এআইএডিএমকে) সুপ্রিমো তথা ভারতের তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা। আজ শুক্রবার সাত সকালেই চেন্নাইয়ে এক জরুরি বৈঠক বসেন এআইএডিএমকে বিধায়করা। দলের ১৫০ জন বিধায়কের মধ্যে ১৪৪ জন বিধায়কই সর্বসম্মতিক্রমে দলের পরিষদীয় নেতা হিসেবে বেছে নেন জয়ললিতাকে। যদিও বৈঠকে উপস্থিত ছিলেন না জয়ললিতা। দলীয় পরিষদীয় নেত্রী নির্বাচিত হওয়ার পরই মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেন পন্নিসেলভম। তিনি তার পদত্যাগ পত্র তুলে দিয়েছেন রাজ্যের রাজ্যপাল কে. রোশাইয়া'র হাতে। আগামীকাল শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৬৭ বছর বয়স্ক ভারতীয় রাজনীতির আম্মা। বৈঠক শেষে রাজ্যটির সমবায় মন্ত্রী সেল্লুর কে. রাজু জানিয়েছেন 'আজকের দিনটা আমাদের জীবনে বড়ই সুখের'। হিসেব বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে চার বছরের কারাদন্ডের নির্দেশ দেয় বেঙ্গালুরুর বিশেষ আদালত। জয়ললিতার সঙ্গেই দোষী সাব্যস্ত হন তার বান্ধবী শশিকলাসহ তিনজন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফৌজদারি মামলায় আইনসভার কোন সদস্যের শাস্তি ঘোষনা হলে তখনই তাকে ইস্তফা দিতে হয়। সেই অনুযায়ী সেসময় দোষী সাব্যস্ত হওয়ায় তার বিধায়ক পদ খারিজ হওয়ার সঙ্গেই মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন জয়ললিতা। তবে নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২৮ সেপ্টেম্বর কর্ণাটক হাইকোর্টে জামিনের আবেদন পেশ করেন জয়ললিতা। জামিনের পাশাপাশি সাজার ওপর স্থগিতাদেশ পাওয়ার জন্যও আর্জি জানানো হয় আদালতে। একইসঙ্গে তার বিরুদ্ধে আদালতের তরফে যে ১০০ কোটি রুপি জরিমানা ধার্য করা হয়েছে তাও মওকুফের আর্জি জানান তিনি। কিন্তু গত ১১ মে নিম্ন আদালতের সেই রায়কে খারিজ করে দিয়ে কর্নাটক হাইকোর্ট জয়ললিতাকে বেকসুর খালাস দেওয়ায় দৃশ্যটা পাল্টাতে থাকে। মুখ্যমন্ত্রীর পদের প্রবল দাবিদার হয়ে ওঠেন জয়ললিতা। এদিকে দলীয় নেত্রীর প্রতি ফের একবার বিশ্বস্ততার পরিচয় দিলেন জয়ললিতার অত্যন্ত আস্থাভাজন, বিশ্বস্ত সঙ্গী তামিলনাড়ুর সাবেক অর্থ ও পূর্তমন্ত্রী ৬৪ বছর বয়স্ক ও. পন্নিসেলভম। তামিলনাড়ুতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০০১ সালের সেপ্টেম্বরে তানসি জমি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে জয়ললিতা মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তখনও ৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী হন এই পন্নিরসেলভম। পরে ২০০২ সালের মার্চে সুপ্রিম কোর্ট তার শাস্তি মুকুব করলে আম্মার বাধ্য পন্নিরসেলভম মুখ্যমন্ত্রীর গদি থেকে সরে দাঁড়িয়ে জয়ললিতাকে ওই পদে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও আস্থা দেখিয়ে কোনদিনই তার নিজের আগে সাবেক মুখ্যমন্ত্রী ব্যবহার করেন নি পন্নিসেলভম।
Link copied!