AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে কংগ্রেসকে হস্তক্ষেপের ক্ষমতা দিলেন ওবামা


Ekushey Sangbad

০২:৪৭ পিএম, মে ২৩, ২০১৫
ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে কংগ্রেসকে হস্তক্ষেপের ক্ষমতা দিলেন ওবামা

একুশে সংবাদ:ওবামা এতোদিন ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন কংগ্রেসের কোনো ধরনের হস্তক্ষেপের তীব্র বিরোধীতাই করে আসছিলেন। কিন্তু এবার তিনি সে অবস্থান থেকে সরে এসেছেন। শুক্রবার তিনি একটি আইনে স্বাক্ষর করেছেন। এতে ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি স্বাক্ষরিত হলে মার্কিন কংগ্রেসকে তা পর্যালোচনা করে দেখা ও প্রত্যাখ্যান করার ক্ষমতা দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে সমঝোতায় পৌঁছানো মার্কিন পররাষ্ট্রনীতিতে ওবামার উচ্চাকাঙ্খী লক্ষ্যগুলোর একটি। তবে নতুন আইনের ফলে ওবামা এখন আর এককভাবেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এ ক্ষেত্রে এখন তার উপরও অনেক শর্ত আরোপ করা হয়েছে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, গ্রেট ব্রিটেন ও জার্মানির সঙ্গে ইরানের একটি সমঝোতা হওয়ার কথা রয়েছে চলতি বছরের জুনের মধ্যেই। অন্যদিকে, ইসরাইল ও সৌদি আরবসহ আরো কয়েকটি পারস্য উপসাগরীয় দেশ এর বিরোধীতা করছে। তাদের মতে ইরান মূলত তার উপর থেকে পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার জন্যই পরমাণু কর্মসূচি আপাতত স্থগিত রেখে তা থেকে সরে আসার ভান করছে। পরে আবার ঠিকই ইরান তার পরমাণু কর্মসূচিতে ফিরে যাবে।
Link copied!