AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৪০ কোটি ডলার দেবে জাপান


Ekushey Sangbad

০৫:৪৪ পিএম, মে ২৩, ২০১৫
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৪০ কোটি ডলার দেবে জাপান

একুশে সংবাদ:জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা করতে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে ৪৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেয়ার অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপানের ফুকুশিমার আইওয়াকিতে প্রশান্ত মহাসাগরীয় ১৪ দেশের নেতাদের এক বৈঠকে শনিবার এ অঙ্গীকার করেন তিনি। দেশগুলোর উন্নয়ন চাহিদা নিয়ে আলোচনার জন্য দু’দিনব্যাপী এ বৈঠক শুক্রবার শুরু হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান সরকার তার অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিযোজন সক্ষমতা জোরদার করতে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে আগামী তিন বছরে ৪৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে।’ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বাড়ার সময় ওই অঞ্চলে জাপানের প্রভাব বাড়ানোর চেষ্টার প্রেক্ষাপটে প্রশান্ত মহাসাগরীয় নেতৃবৃন্দের সপ্তম পর্যায়ের এ বৈঠক হয়েছে। প্রতি তিন বছর পরপর এ বৈঠক হয়। বৈঠকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক অন্যান্য দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। এর আগে ২০১২ সালের এ বৈঠকে জাপান প্রশমন কর্মসূচির অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোকে পরবর্তী তিন বছরে ৫০ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছিল।
Link copied!