AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এফবিসিসিআই নির্বাচন: চেম্বারে মাতলুব প্যানেলের জয়


Ekushey Sangbad

১১:১০ এএম, মে ২৪, ২০১৫
এফবিসিসিআই নির্বাচন: চেম্বারে মাতলুব প্যানেলের জয়

একুশে সংবাদ: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের নির্বাচনে চেম্বার গ্রুপের ভোটের ফলাফলে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ নেতৃত্বাধীন প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। চেম্বার গ্রুপের ১৬টি পরিচালক পদের মধ্যে মাতলুবের ‘ব্যবসায়ী উন্নয়ন পরিষদ’ ১২টিতে জয়ী হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আলী আশরাফ। আর ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন চারজন। চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের’ নেতৃত্বে রয়েছেন। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাতে প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬টি পরিচালক পদের ভোট গণনা চলছিল। গণনা শেষ হতে সময় লাগবে বলে জানান আশরাফ। এই মেয়াদে চেম্বার গ্রুপ থেকে সভাপতি, অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রথম সহ-সভাপতি ও চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হবে। সোমবার এই তিনটি পদে নির্বাচন হবে। নতুন কমিটি ঘোষণা করা হবে ২৮ মে। চেম্বার গ্রুপে প্রার্থী ছিলেন মোট ৩২জন। দেশের ৭৮টি চেম্বারের ৪৩৬ জন ভোটারের মধ্যে ৪১৮ জন এবার ভোট দিয়েছেন। আলী আশরাফ জানান, এ গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে উন্নয়ন পরিষদের আমিনুল হক শামীম সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন ৩৩৫ ভোট। এ প্যানেলের নির্বাচিত বাকি পরিচালকরা হলেন-দিলীপ কুমার আগারওয়াল (৩১৮ ভোট), গাজী গোলাম আশরিয়া (৩১২ ভোট), শেখ ফজলে ফাহিম (২৯৬ ভোট), নিজাম উদ্দিন (২৯৫ ভোট), প্রবীর কুমার সাহা (২৮৫ ভোট), নূরুল হুদা মুকুট (২৬৪ ভোট), হাসিনা নেওয়াজ (২৫৫ ভোট), নাগিবুল ইসলাম দিপু (২৪৯ ভোট), বজলুর রহমান (২৪০ ভোট), মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার (২৩৯ ভোট) ও রেজাউল করীম রেনজু (২১৩ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। আর ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ থেকে নির্বাচিত হয়েছেন মনোয়ারা হাকিম আলী (২৯৩ ভোট),মাসুদ পারভেজ খান ইমরান (২৪৬ ভোট)ও তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটো (২৩৩ ভোট)। বাকি একটি পরিচালক পদে সমান ভোট পেয়েছেন কোহিনুর ইসলাম ও মো. মাসুদ। তারা দুজনই মনোয়ারা হাকিম আলীর প্যানেলের প্রার্থী। দুজনই পেয়েছেন ২০৫ ভোট। তাদের বিষয়ে ‘নির্বাচনী বিধি অনুযায়ী’ পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্বাচন কমিশনার আলী আশরাফ জানিয়েছেন। অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি পরিচালক পদে এবার প্রার্থী ছিলেন ৩৩ জন। দেশের ৩৫৫টি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ১ হাজার ৭৬৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৫৩৩ জন। অর্থাৎ, দুই গ্রুপের ২ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯৫১ জন তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন। তাদের ভোটে চেম্বার গ্রুপ থেকে ১৬ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক পর্ষদে যাবেন। এছাড়া ১০টি করে বিশেষ চেম্বার ও অ্যাসোসিয়েশন রয়েছে, যেগুলোর প্রতিটি থেকে একজন করে প্রতিনিধি এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে থাকছেন মনোনীত পরিচালক হিসেবে। রাজশাহী চেম্বার থেকে মনোনীত মাতলুব আহমেদ এরইমধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক হয়েছেন। নির্বাচিত ও মনোনীত এই ৫২ পরিচালকই সোমবার পরিচালনা পর্ষদের সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।
Link copied!