AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফের গণকবরের সন্ধান থাইল্যান্ডে


Ekushey Sangbad

১১:৪৫ এএম, মে ২৪, ২০১৫
ফের গণকবরের সন্ধান থাইল্যান্ডে

একুশে সংবাদ: থাইল্যান্ডে আবারো একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। তবে ঠিক কোন জায়গায় এ গণকবরের সন্ধান পাওয়া গেছে, তা এখনো স্পষ্ট করে জানায়নি পুলিশ। পুলিশ বলছে, আগামীকাল সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। ধারণা করা হচ্ছে, এসব গণকবরে অন্তত একশ রোহিঙ্গা অভিবাসীকে কবর দেয়া হয়েছে। স্টার অনলাইন এ তথ্য দিয়েছে। তবে জায়গাটি সীমান্তবর্তী শহর পেডাং বেসারের অশপাশে হবে বলেই ধারণা করা হচ্ছে। পুলিশের ফরেনসিক বিভাগের কয়েকটি দলকে ওই শহর থেকে আসতে দেখা গিয়েছে। সূত্রের বরাত দিয়ে স্টার অনলাইন জানায়, এখন পর্যন্ত এ গণকবর সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। পেডাং বেসারের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ পুলিশ কর্মকর্তার তথ্যমতে, এ জায়গাটি পাহাড়ি এলাকায়। সপ্তাহখানেক আগে থাই জঙ্গলে এ রকম বেশ কিছু গণকবরের সন্ধানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাচারকারীরা এসব ক্যাম্পে অভিবাসীদের ভয়াবহ নির্যাতন করে, পুলিশ এ অভিযোগের সত্যতা পেয়েছে। অনেকে বলছেন, এসব ঘটনার সাথে থাই কর্তৃপক্ষও জড়িত। তাদের সম্মতি ছাড়া জঙ্গলে এত বড় বড় ক্যাম্প স্থাপন করা সম্ভব নয়। তবে ঠিক কোন পর্যায়ের কর্মকর্তারা এর সাথে জড়িত, সে সম্পর্কে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।
Link copied!