AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং


Ekushey Sangbad

০৭:৩১ পিএম, মে ২৪, ২০১৫
ঢাকায় চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং

একুশে সংবাদ: তিনদিনের সরকারি সফরে চীনের উপ-প্রধানমন্ত্রী (ভাইস প্রিমিয়ার) লিউ ইয়ানদং ঢাকায় এসে পৌঁছেছেন। রোববার (২৪ মে) বিকেল সোয়া ৫টায় তাকে বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনের বিষয়ে য়াকা সফর করছেন চীনা উপ-প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশে লিউ ইয়ানদংয়ের সম মর্যাদার কোনো পদ না থাকায় সফরকালে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক দ্বি-পক্ষীয় বৈঠক হচ্ছে না। তবে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। জানা যায়, চীনা উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হবে। সরকারি খাতে সই হবে তিনটি চুক্তি এবং আর তিনটি সমঝোতা স্মারক সই হবে বেসরকারি খাতে। সরকারি খাতে শিক্ষা, তথ্য ও শুল্কবিষয়ক তিনটি সমঝোতা স্মারক সই হবে। বেসরকারি খাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। এ ছাড়া চীনের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে এক্সপ্রেস ওয়ে নির্মাণ এবং শাহজালাল সার কারখানা প্রকল্পে অর্থায়ন নিয়ে আলোচনা হওয়ারও কথা রয়েছে। আলোচনায় চীনের অর্থায়নে বঙ্গোপসাগরে সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনার কথা রয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য লিউ ইয়ানদং দেশটির সবচেয়ে ক্ষমতাধর নারী রাজনীতিবিদ।
Link copied!