AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনের সঙ্গে ছয় সমঝোতা স্বাক্ষর


Ekushey Sangbad

১১:৪২ পিএম, মে ২৪, ২০১৫
চীনের সঙ্গে ছয় সমঝোতা স্বাক্ষর

ঢাকা: শিক্ষা, গণমাধ্যম, সংস্কৃতি এবং দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও চীনের মধ্যে ছয়টি সমঝোতায় স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তিনটি সমঝোতা স্মারক, দুটি সহযোগিতা চুক্তি ও একটি সম্মতি পত্র রয়েছে। রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদংয়ের উপস্থিতিতে এসব স্বাক্ষর হয়। শিক্ষা বিষয়ক সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং চীনের পক্ষে সই করেন দেশটির শিক্ষামন্ত্রী ইয়ান গুইরেন। এছাড়াও রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র বিষয়ক সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের তথ্য সচিব মুর্তজা আহমেদ ও চীনের প্রেস, পাবলিকেশন, রেডিও ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এ সময় কন্টেইনার ইন্সপেকশন অ্যান্ড ইক্যুইপমেন্ট প্রজেক্ট বিষয়ে ‘নোটস’ বিনিময় করে দুই দেশ। এ বিষয়ক দলিলে সই করেন বাংলাদেশের অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং। ছাত্র, শিক্ষক, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, গবেষণা সহযোগিতা এবং শিক্ষা উপকরণ ও তথ্য বিনিময় বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেইজিং ফরেন স্টাডি ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটি স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বেইজিং ফরেন স্টাডি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট পেং লং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বাংলাদেশের সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অ্যান্ড ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সঙ্গে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটি। চুক্তি দুটি সই করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্‌ফর ইউ সিদ্দিকি এবং উহান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর উয়াই য়ি লিয়াং।
Link copied!