AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লড়াই’ চালিয়ে যেতে চান ধর্ষিত তরুণী


Ekushey Sangbad

১১:২০ এএম, মে ২৫, ২০১৫
লড়াই’ চালিয়ে যেতে চান ধর্ষিত তরুণী

একুশে সংবাদ: ধকল সামলে উঠে এখন অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে লড়াই চালিয়ে যেতে চাইছেন রাজধানীতে কর্মক্ষেত্র থেকে ফেরার পথে ধর্ষিত গারো তরুণী। রোববার ঢাকা মেডিকেল কলেজে তাকে দেখে এসে সাংবাদিকদের একথা জানিয়েছেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। ঢাকা মেডিকেলে রোববার ওই তরুণীকে দেখে এসে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ সচেষ্ট হবে বলে তিনি আশা করছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই মামলাটির অগ্রগতি তদারক করতে তিন সদস্যের একটি কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। নির্যাতনের শিকার তরুণীর শারীরিক অবস্থার উন্নতি হলেও এখন মানসিক চাপ রয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চাইলে ঘরে ফিরতে অনুমতি দেবেন তারা। যমুনা ফিউচার পার্কের একটি দোকানের বিক্রয়কর্মী ২১ বছর বয়সী এই তরুণী গত বৃহস্পতিবার রাতে কুড়িলে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন একদল যুবক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে। ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর ডাক্তারি পরীক্ষার ধর্ষণের প্রমাণ মেলার পর থেকে সেখানেই চিকিৎসাধীন তিনি। রোববার তাকে দেখতে যান মেহের আফরোজ চুমকি, সালমা আলী ছাড়াও বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার প্রতিনিধিরা। সালমা আলী বলেন, “সে সাহসী নারী, নিজের দুর্দশা কাটিয়ে উঠতে পারছে। অপরাধীদের শনাক্ত করার কাজেও সহযোগিতা করছে। প্রতিটি নারীর এভাবেই লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা থাকা উচিত।” এভাবে নারীদের নির্যাতিত হওয়ায় হতাশা প্রকাশ করে প্রতিমন্ত্রী ‍চুমকি বলেন, “সরকার যখন নারীর ক্ষমতায়নে সোচ্চার, তখন এভাবে রাস্তায় নির্যাতিত হবে, সেটা আমরা আশা করি না। “সুষ্ঠু তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূল আসামিদের যেন শনাক্ত করার ব্যবস্থা করে সেই দাবি জানাই। পুলিশেরও এসব বিষয়ে আরও যত্নবান হওয়া উচিত। কারও গাফিলতি আছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।” ওই তরুণীর স্বজনরা একটি মামলা করেছেন ভাটারা থানায়। ওই মামলার অগ্রগতি দেখতে তিন সদস্যের ‘তদারক কমিটি’ গঠন করেছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান। গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম, গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার মাহবুব হাসান, গুলশান জোনের গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ওবায়দুল হক এই কমিটির সদস্য।
Link copied!