AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইএসে যোগ দিতে সন্তান ফেলে সিরিয়ায় অস্ট্রেলীয় মা


Ekushey Sangbad

০২:৪৪ পিএম, মে ২৬, ২০১৫
আইএসে যোগ দিতে সন্তান ফেলে সিরিয়ায় অস্ট্রেলীয় মা

একুশে সংবাদ:আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অধীনে নতুন জীবন শুরু করতে দুই সন্তান ফেলে সিরিয়া গেছেন এক অস্ট্রেলীয় মা। ওই জিহাদিদের দলে ইতোমধ্যে শতাধিক অস্ট্রেলীয় যোগ দিয়েছে বলে খবর রয়েছে। অস্ট্রেলীয় সরকার বলেছে, এই খবর খুবই বিব্রতকর এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সিডনি ডেইলি টেলিগ্রাফ জানায়, অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া ২৬ বছর বয়সী নারী জেসমিনা মিলোভানভ চলতি মাসের শুরুতে তার ৫ ও ৭ বছর বয়সী দুই সন্তানকে বেবিসিটারে রেখে চলে যান। এরপর তিনি আর ফেরেননি। তার সাবেক স্বামীর উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, জেসমিনা তাকে এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, সে এখন সিরিয়া আছে। নাম প্রকাশ না করার শর্তে তার স্বামী বলেন, ‘আমি এখন কেবল আমার সন্তানদের কথা ভাবছি। আমি বিশ্বাস করতে পারছি না, সে ফুলের মত দুটি শিশুকে রেখে চলে গেছে। কয়েকদিন পরে আমার ছেলে বলে, আমি আশা করি মা ভাল আছে।’ তিনি বলেন, ‘সিরিয়া যাওয়ার আগে সে তার ফেসবুকে কয়েকটি চরমপন্থী কথাবার্তা পোস্ট করে। এ ব্যাপারে আমি তার সাথে কথাও বলেছি। আমি বলেছি, এগুলো চরমপন্থী কথাবার্তা, নির্বুদ্ধিতার পরিচয়। সে যা ভাবছে আমি সে ব্যাপারে তাকে সতর্ক করেছিলাম।’ ফেসবুকে মিলোভানভের বন্ধুত্ব হয় জারা দুমান নামের এক নারীর সঙ্গে। জারা দুমান অস্ট্রেলিয়ায় ‘জিহাদিদের জন্য স্ত্রী নিয়োগকারী’ এবং আইএসে যোগ দেয়ার জন্য নারীদের ফুসলাতে সামাজিক মাধ্যম ব্যবহারকারী হিসেবে পরিচিত। দুমানের স্বামী মাহমুদ আব্দুল্লাহ চলতি বছরের শুরুতে আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে। মিলোভানভের বন্ধুদের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ জানায়, সে প্রায়ই একজন জিহাদি যোদ্ধাকে বিয়ে করার কথা বলতো। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ বলেছে, তাদের সন্ত্রাস দমন ইউনিট ঘটনাটি তদন্ত করছে। অস্ট্রেলীয় সরকার জানায়, ইরাক ও সিরিয়ায় জিহাদিদের হয়ে লড়তে শতাধিক অস্ট্রেলীয় সেখানে পালিয়ে গেছে। এর মধ্যে ৩০ জনের বেশি অস্ট্রেলীয় নিহতও হয়েছে।
Link copied!