AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বে ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা


Ekushey Sangbad

১০:৪৫ এএম, মে ২৭, ২০১৫
বিশ্বে ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

একুশে সংবাদ:প্রতি বছরের মতো এবারও বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় শীর্ষে অবস্থান করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তালিকায় ৫৯ নম্বরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিনটি মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে। বিভিন্ন রকম তালিকা প্রকাশের জন্য ফোর্বস প্রকাশনা বিখ্যাত। খবর ফোর্বস ডট কমের টানা পঞ্চমবারের মতো এ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অ্যাঞ্জেলা মার্কেল। এ বছর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। তিনি তালিকায় গত বছর ছিলেন ষষ্ঠ অবস্থানে। এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন ধনকুবের বিল গেটসের স্ত্রী ও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস। তালিকায় চার নম্বরে স্থান পাওয়া ক্ষমতাশালী নারী হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলিন, যিনি গত বছর ছিলেন দ্বিতীয় স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের প্রধান নির্বাহী ম্যারি বারা। ক্ষমতাধর নারীর এবারের তালিকায় আরো রয়েছেন, ষষ্ঠ-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ, সপ্তম- ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, অষ্টম-ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সেরিল স্যান্ডবার্গ, নব্ম- ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি ও দশম-মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। ফোর্বসের এ তালিকা তৈরিতে বিশ্বে নীতি নির্ধারণীতে প্রভাব, কী পরিমাণ অর্থ নিয়ন্ত্রণ কিংবা অর্জন করেন এবং গণমাধ্যমে উপস্থিতি প্রভৃতি বিষয় বিবেচনা করে নম্বর দেওয়া হয়।
Link copied!