AB Bank
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসহনীয় তাপদাহে ভারতে নিহত হাজার ছাড়ালো


Ekushey Sangbad

০১:১৯ পিএম, মে ২৭, ২০১৫
অসহনীয় তাপদাহে ভারতে নিহত হাজার ছাড়ালো

একুশে সংবাদ:তীব্র গরমে ওষ্ঠাগত ভারতের জনজীবন। কোন কোন স্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গনা ও অন্ধ্র প্রদেশে। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত সেখানে প্রাণহানির সংখ্যা বেড়ে ১,১১৮ জনে উন্নীত হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় তীব্র তাপদাহে এ পর্যন্ত কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত সোমবার ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় অন্ধ্র প্রদেশে। সেখানে এ পর্যন্ত কমপক্ষে ৮৫২ জন প্রাণ হারিয়েছেন। তেলেঙ্গনায় ২৬৬ জনের মৃত্যু হয়েছে তীব্র গরমে। সেখানে সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিটস্ট্রোকের রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে অঞ্চলভিত্তিক প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষকে বাড়ির ভেতর থাকার পরামর্শ দিচ্ছে। গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গনা রাজ্যে তীব্র তাপদাহ পরিস্থিতি বিরাজ করছে। তবে গত সপ্তাহেই সবচেয়ে বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। দ্রুত মৃতের সংখ্যা হাজার স্পর্শ করেছে সেখানে। এদিকে আগামী কয়েক দিনে ভারতের কয়েকটি অংশে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
Link copied!